ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাতীবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:০৩, ২৮ এপ্রিল ২০১৯

হাতীবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৭ এপ্রিল ॥ জেলার হাতীবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়ার গ্রামে শনিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে নিশি (৮) ও তাহা (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, দক্ষিণ পারুলিয়া গ্রামের খোকা শেখের শিশু কন্যা নিশি (৮) ও একই গ্রামের এরশাদুল হক রবির পুত্র তাহা (৬) বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। এই সময় একটি ছাগল ছানাকে ধরতে গিয়ে দুই শিশুই পুকুরে পড়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার দুপুর ১২টায়। পরে বাবা মা সন্তানদের খোঁজ করলে পুকুরের পানিতে লাশ ভাসতে দেখে। আমতলীতে চালক নিজস্ব সংবাদদাতা আমতলী বরগুনা থেকে জানান, আমতলী উপজেলার গুলিশাখালী গ্রামের অটোচালক জাকির শরীফ (২৮) পুকুরে ডুবে মারা গেছে। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে। জানা গেছে, উপজেলার গুলিশাখালী গ্রামের আসমত আলী শরীফের ছেলে অটোচালক মোঃ জাকির শরিফ শনিবার দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায়। ওই পুকুরে কিছুক্ষণ সাঁতার কাটতে দেখে বাড়ির লোকজন। আধা ঘণ্টায়ও সে ঘরে না ফিরলে স্বজনরা খুঁজতে নামে। পরে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড মসজিদের বিপরীতে কদমতলা রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়। জানা গেছে, ভোরে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে একটি মেইল ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি কাদিরগঞ্জ কদমতলা রেলক্রসিংয়ে পৌঁছলে অজ্ঞাতপরিচয় এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
×