ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত

প্রকাশিত: ০৯:০৩, ২৮ এপ্রিল ২০১৯

মৌলভীবাজারে বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ২৭ এপ্রিল ॥ মৌলভীবাজারে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শহরের চিহ্নিত মাদক বিক্রেতা মুহিবুর রহমান জিতু নিহত হয়েছে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মুমিন উল্লাহসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ইয়াবা ও অস্ত্র উদ্ধার করেছে। মৌলভীবাজার সদর সার্কেলের পুলিশ জানান, শহরতলীর রায়শ্রী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে এমন খবরে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে জিতু ও সহযোগী শিপন গুলি করে। এ সময় ডিবি পুলিশ পাল্টা গুলি করলে জিতু আহত হয়। আহত মাদক বিক্রেতাকে উদ্ধার করে মৌলভীবাজর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে সহযোগী শিপন পালিয়ে যায়। ঈশ্বরদীতে শ্লীলতাহানি মামলায় বখাটে গ্রেফতার স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীতে এইচএসসি পরীক্ষার্থীকে উত্যক্তকারী ও শ্লীলতাহানিকারী বকাটে সোহাগকে গ্রেফতার করা হয়েছে। সে ঈশ্বরদীর দিয়ার সাহাপুরের গোফুরের ছেলে। শুক্রবার রাতে ঈশ্বরদী থানা পুলিশ তাকে দিয়ার সাহাপুর এলাকা থেকে গ্রেফতার করে। ঈশ্বরদী থানা সূত্র জানায়, একই এলাকার এক এইচএসসি পরীক্ষার্থীকে মাঝে মধ্যেই সোহাগ বিভিন্ন সময় রাস্তায় উত্যক্ত করত। প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করত এবং তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত। এরই ধারাবাহিকতায় গত ১৩ এপ্রিল রাত পৌনে বারটায় সোহাগ তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে ও বাড়ির গেটে ধাক্কাধাক্কি করে হুমকি দিয়ে আসে। অবশেষে শুক্রবার বেলা এগারোটায় নতুনহাট মোড় থেকে জোরপূর্বক তাকে মোটরসাইকেলে তুলে স্থানীয় লিচু বাগানে নিয়ে শ্লীলতাহানী করে ও চর থাপ্পর মারে এবং এ্যাসিড মেরে ঝলসে দেয়ার হুমকি দেয়। এ ঘটনার পর ওইদিন সন্ধ্যায় থানায় অভিযোগ দাখিলের পর থানা পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।
×