ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হিটলারের সুইসাইড নোটের নিলাম

প্রকাশিত: ০৮:৫৫, ২৮ এপ্রিল ২০১৯

হিটলারের সুইসাইড নোটের নিলাম

নাজি নেতার এ্যাডলফ হিটলারের সুইসাইড নোট নিলামে উঠতে যাচ্ছে। এ নোটটিকে ইতিহাসের অন্যতম অংশ বলে মনে করা হয়। নিলামকারীরা মনে করছেন, এটির দাম ৭০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে ব্যাঙ্কারে থাকা অবস্থায় আত্মহত্যা করেন হিটলার। এর আগে একটি সুইসাইড নোট লিখেন তিনি। আত্মহত্যার আগে হিটলার তার এক ঘনিষ্ঠ সহকারীর কাছে নোটটি পাঠান। -টেলিগ্রাফ বিয়ে নিয়ে রাজনীতি সপ্তদশ লোকসভা নির্বাচন নিয়ে পুরো ভারত এখন সরগরম। আগামী ২৯ এপ্রিল দেশটিতে চতুর্থ দফা ভোটগ্রহণের তারিখ রয়েছে। একই দিন পশ্চিমবঙ্গের কান্দি এলাকায় একটি বিয়ের তারিখ পড়েছিল। কিন্তু ভোটের দিনের এই বিয়েতে অতিথি আসবে কিভাবে। কিন্তু ছেলের বিয়েতে অতিথিতে ভরপুর চান বাবা। তাই বিয়ের দিনই পিছিয়ে দেয়া হলো। এই বিয়ে পেছানো নিয়েও শুরু হয়েছে রাজনীতি। এক সিপিএম সমর্থক বলেছেন, বিয়ে নয়, গণতন্ত্র আগে। এর জবাবে এক তৃণমূল নেতা বলেন, বিয়ে পেছানো ঠিক হয়নি। আমরা সব ব্যবস্থা করে দিতাম। -আনন্দবাজার
×