ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৮:৫৫, ২৮ এপ্রিল ২০১৯

ভেনিজুয়েলায় বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য গ্রেফতার

ভেনিজুয়েলার বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য গিলবার ক্যারোকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা তার পার্লামেন্টারি ইমিউনিটি লঙ্ঘন করে তাকে গ্রেফতার করেছে। বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট শুক্রবার এ কথা বলেছে। খবর এএফপির। এর আগে গত বছর জুনে কারাগার থেকে মুক্তি পাওয়ার আগে ২০১৭ সালের জানুয়ারিতে ক্যারোকে আটক করা হয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ষড়যন্ত্রের জন্য তাকে অভিযুক্ত করা হয়। মাদুরো সরকারের নিয়ন্ত্রণের বাইরে একমাত্র প্রতিষ্ঠান ন্যাশনাল এ্যাসেম্বলি এর টুইটার এ্যাকাউন্টে বলেছে, একনায়ক শাসন আবারও এ উপনেতাকে তার পার্লামেন্টারি ইমিউনিটি লঙ্ঘন করে স্বেচ্ছাচারিতার সঙ্গে আটক করল। ন্যাশনাল এ্যাসেম্বলির স্পীকার বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়েইদো ও ক্যারো একই দলের সদস্য। গুয়েইদো জানুয়ারিতে নিজেকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে মাদুরোর কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি সাংবাদিকদের বলেছেন, ক্যারোকে কোথায় রাখা হয়েছে তা আমরা খুঁজে বের করতে চেষ্টা করছি। সহকর্মী উপপ্রধান এ্যাড্রিয়ানা পিচারডো এক সংবাদ সম্মেলনে বলেন, ক্যারোকে (৪৫) রাজধানী কারাকাসের পার্শ্ববর্তী এলাকা লাস মার্সিডিসে এক রেস্তরাঁয় গ্রেফতার করা হয়েছে।
×