ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিক্ষা ও স্বাস্থ্যসেবা বেসরকারীকরণের প্রতিবাদে হন্ডুরাসে বিক্ষোভ

প্রকাশিত: ০৮:৫৪, ২৮ এপ্রিল ২০১৯

শিক্ষা ও স্বাস্থ্যসেবা বেসরকারীকরণের প্রতিবাদে হন্ডুরাসে বিক্ষোভ

হন্ডুরাসে স্বাস্থ্য ও শিক্ষা সেবাকে বেসরকারী করার পরিকল্পনার প্রতিবাদ জানাতে দেশটির রাজধানীতে সমবেত হাজার হাজার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শুক্রবার টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। খবর এএফপির। প্রত্যক্ষদর্শীরা জানায়, তেগুসিগাল্পায় প্রায় ১০ হাজার বিক্ষোভকারী অনেক কিছুতে আগুন ধরিয়ে দেয় এবং এ সময় তারা প্রেসিডেন্ট জুয়ান ওর্লান্দো হানান্দেজের নাম উল্লেখ করে ‘জেওএইচ চলে যাও’ বলে স্লোগান দেয়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সরকারীভাবে জারি করা দুটি ফরমানের বিরুদ্ধে শিক্ষক ইউনিয়ন ও হন্ডুরান মেডিক্যাল এ্যাসোসিয়েশন এ বিক্ষোভের ডাক দেয়। সমালোচকরা বলছে, সরকারের এমন পরিকল্পনার কারণে বহু লোক চাকরি হারাবে। ইউনিয়ন নেতা লুইস সোসা এএফপিকে বলেন, দেশব্যাপী বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং সান পেদ্রো সুলা, লা সিবা, চোলুতেকা ও এল পারাইসোর বিক্ষোভের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়েছে। ২০১৪ সালে হার্নান্দেজ ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষকরা বিভিন্ন দাবিতে বারবার বিক্ষোভ করে আসছে। স্বাস্থ্যমন্ত্রী আলবা ফ্লোরেস গণছাটাইয়ের আশঙ্কা নাকচ করে দিয়ে বলেন, নতুন আইনে বিশেষ করে স্বাস্থ্য খাতে প্রকৃতপক্ষে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
×