ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কালকিনিতে গৃহবধুকে ইভটিজিং ॥ আটক-২

প্রকাশিত: ০৪:৫১, ২৭ এপ্রিল ২০১৯

কালকিনিতে গৃহবধুকে ইভটিজিং ॥ আটক-২

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনিতে এক গৃহবধুকে ইভটিজিং করার দায়ে দুইজন বখাটেকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার দুপুরে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া গ্রামের চিত্ত রঞ্জন মিস্ত্রীর বখাটে ছেলে তনু মিস্ত্রী-(২২) ও কাজীবাকাই এলাকার পশ্চিম মাইজপাড়া গ্রামের মৌজালী খানের ছেলে রাজিব খান-(২১)। এলাকা ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার কর্ণপাড়া গ্রামের এক গৃহবধু তার স্বামীকে নিয়ে মাদারীপুর থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ওই গৃহবধু কর্ণপাড়া নামকস্থানে পৌঁছলে ওই বখাটে দুই যুবক গৃহবধুকে বিভিন্ন ভাষায় বাজে কথাবার্তা বলে তাকে উত্ত্যক্ত করে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে বখাটেদেরকে আটক করে থানা পুলিশ খবর দেন। খবর পেয়ে ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে বখাটে তনু ও রাজিবকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই গৃহবধুর মা বাদী হয়ে ডাসার থানায় একটি ইভটিজিং মামলা দায়ের করেন। এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ গোলাম কিবরীয়া বলেন, স্থানীয় জনতা বখাটেদের আটক করে আমাদেরকে খবর দেন। পরে তাদের উদ্ধার করা হয়। বখাটেদের বিরুদ্ধে মামলা হয়েছে।
×