ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পথসভা

প্রকাশিত: ০৪:২৬, ২৭ এপ্রিল ২০১৯

সিরাজগঞ্জ সদর উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পথসভা

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জ সদর উপজেরাকে মাদকমুক্ত উপজেরা ঘোষণার প্রত্যয় নিয়ে আজ শনিবার সকালে শহরে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে এসে শেষ হয়ে এক পথ সভা অনুুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাস্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা আমাদের তরুণ যুব সমাজ ও অনেক শিক্ষার্থীদের জীবন অকালে ঝরে পড়ছে। সুন্দর সমাজ ও দেশ গঠনের স্বার্থে আগামী প্রজন্মকে রক্ষা করতে মাদক নির্র্মূল করা হবে। সকল মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের উদ্দ্যেশে হুশিয়ারী উচ্চারণ করে বলেন, এখনও সময় আছে মাদকের সাথে জড়িত কর্মকান্ড ছেড়ে ভালো হয়ে যান, আত্মসমর্পন করেন। এ পথসভায় এমপি ও প্রশাসনের উপস্থিতিতে ৭/৮জন মাদকের সাথে জড়িতরা সুন্দর জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। পথ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার টুটুল চক্রবতী বিপিএম, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা নিবার্হী অফিসার সরকার মোহাম্মদ রায়হান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও প্যানেল মেয়র হেলাল উদ্দিন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাসির উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খান, এ্যাডভোকেট বিমল কুমার দাস, সদর উপজেলা পষিদের ভাইস চেয়ারম্যান এস.এম নাসিম রেজা নুর দিপু, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা। অনুষ্ঠানে জাতীয় সংগীত শপথ বাক্য পাঠ করান সদর-কামারখন্দ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গ ও আপাময় সদর উপজেলা জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালয় করেন বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ।
×