ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলার বিরোধী দলীয় আইনপ্রণেতা গ্রেফতার

প্রকাশিত: ০২:৩৪, ২৭ এপ্রিল ২০১৯

ভেনেজুয়েলার বিরোধী দলীয় আইনপ্রণেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক ॥ ভেনেজুয়েলার বিরোধী দলীয় আইনপ্রণেতা গিলবার কারোকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থার সদস্যরা। এই ঘটনায় সংসদ সদস্যের দায়মুক্তির আইন লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দল নিয়ন্ত্রিত আইন পরিষদ। এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের ষড়যন্ত্র করার অভিযোগে ২০১৭ সালের জানুয়ারি মাসে কারোকে আটক করা হয়েছিল। গত বছরের জুন মাসে তাকে মুক্তি দেয়া হয়। খবর বার্তা সংস্থা এএফপির। ভেনেজুয়েলার জাতীয় আইন পরিষদ থেকে সম্প্রতি এক টুইট বার্তায় বলা হয়েছে, ‘স্বৈরসরকার অবৈধভাবে বিরোধী দলীয় আইন প্রণেতাকে আটক করেছে। এতে আইন প্রণেতা হিসেবে তার দায়মুক্তির যে অধিকার রয়েছে, তা লঙ্ঘন করা হয়েছে।’ কারো ও বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো একই রাজনৈতিক দল করেন। জাতীয় আইন পরিষদের স্পিকার গুইদো জানুয়ারি মাসে মাদুরোর কর্তৃত্বকে চ্যালেঞ্জ করে নিজেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৫০টির বেশি দেশ তাকে সমর্থন দেয়। এদিকে গুইদো বলেছেন, ‘আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে তিনি কোথায় তা জানি না। গিলবারকে অপহরণ করা হয়েছে।’ আইনপ্রণেতা আদ্রিয়ানা পিচার্ডো সংবাদ সম্মেলনে বলেন, রাজধানী কারাকাসের লাস মেরসেডেস এলাকার একটি রেস্তোরাঁ থেকে ৪৫ বছর বয়সী কারোকে গ্রেপ্তার করা হয়েছে।
×