ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ধোনিহীন চেন্নাইকে হারিয়ে প্লে-অফ প্রায় নিশ্চিত মুম্বাইয়ের

প্রকাশিত: ১২:৫২, ২৭ এপ্রিল ২০১৯

 ধোনিহীন চেন্নাইকে  হারিয়ে প্লে-অফ  প্রায় নিশ্চিত  মুম্বাইয়ের

জনকণ্ঠ ডেস্ক ॥ আইপিএলে শুক্রবার চেন্নাই ও মুম্বাইয়ের মধ্যকার ম্যাচে মহেন্দ্র সিং ধোনিহীন চেন্নাইকে হারিয়েছে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে প্রথমে ১৫৫ রান তোলে মুম্বাই। এরপর বুমরাহ, মালিঙ্গা, ক্রুনাল পান্ডিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৬ রানে জয় ছিনিয়ে নেয় মুম্বাই। খবর জি নিউজের। ধোনির পরিবর্তে মুম্বাইয়ের বিরুদ্ধে দলকে নেতৃত্ব দেন সুরেশ রায়না। টস জিতে প্রথমে ফিল্ডিয়ের সিদ্ধান্ত নেন তিনি। শুরুতেই ডি’কক ঝড় তুললেও ১৫ রানে আউট হন। এরপর এভিন লুইস ও মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন। লুইস ৩২ রানে আউট হন। ক্রুনাল পান্ডিয়া মাত্র ১ রান করেন। রোহিত ৪৮ বলে ৬৭ রান করেন। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ১৮ বলে ২৩ এবং কায়রন পোলার্ড ১২ বলে ১৩ রান করেন। শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে মুম্বাই। চেন্নাইয়ের হয়ে ২টি উইকেট নেন মিচেল স্যান্টনার। ১৫৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে চেন্নাই। শেন ওয়াটসন (৮), সুরেশ রায়না (২), আম্বাতি রায়াডু (০), কেদার যাদব (৬) আর ধ্রুব শোরে (৫) দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। একা লড়াই চালিয়ে যান মুরলী বিজয়। কিন্তু বিজয়ও ফিরলেন ৩৮ রান করে। এরপর মিচেল স্যান্টনার ও ডোয়াইন ব্রাভো জুটি টানতে থাকে চেন্নাইকে। কিন্তু ২০ রানে ব্রাভোকে কট এ্যান্ড বোল্ড করলেন মালিঙ্গা। এরপর চেন্নাইয়ের লেজ ছাঁটার কাজটা বুমরাহ আর মালিঙ্গা মিলেই শেষ করেন। ১০৯ রানে অল আউট সিএসকে। মুম্বাইয়ের হয়ে চারটি উইকেট নেন মালিঙ্গা। ২টি করে উইকেট নেন বুমরাহ আর ক্রুনাল পান্ডিয়া। ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফ প্রায় নিশ্চিত করে ফেলল মুম্বাই।
×