ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় ফের ৩ বিস্ফোরণ, আইএস’র পতাকা ও পোশাক জব্দ

প্রকাশিত: ১২:২৯, ২৭ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় ফের ৩ বিস্ফোরণ,  আইএস’র  পতাকা ও  পোশাক জব্দ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভয়াবহ সিরিজ বোমা হামলার এক সপ্তাহের মধ্যেই শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে ফের তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শুক্রবার দেশটির নিরাপত্তাবাহিনী পূর্বাঞ্চলীয় অনেক শহরে তল্লাশি ও গ্রেফতার অভিযানের সময় এই বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। অভিযানে উদ্ধার করা হয়েছে আইএসের পতাকা ও পোশাক। খবর সিএনএন’র। ২১ এপ্রিল খ্রীস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও তার আশপাশের তিনটি গির্জা ও তিনটি হোটেলসহ আটটি স্থানে হামলা চালানো হয়। এ ঘটনায় ৩৫৯ জনের প্রাণহানির খবর বলে আসছিল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নিহতের সংখ্যা আরও কম বলে জানায় দেশটি। লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই হামলায় নিহত হয়েছেন ২৫৩ জন। ১০০ জনেরও বেশি নিহত কমিয়ে আনার ব্যাপারে সরকারের দাবি, গণনার ভুল ও নিহতের পরিচয় উদঘাটনের জটিলতায় তারা ৩৫৯ জনের প্রাণহানির কথা বলেছিলেন। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, অভিযান পরিচালনার সময় বন্দুকযুদ্ধ হয়েছে এবং জঙ্গীগোষ্ঠী আইএসের পতাকা ও পোশাক উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, কালমুনাই শহরে সাইন্দা-মারুদু এলাকায় নিরাপত্তা অভিযানের সময় বন্দুকযুদ্ধ হয়। অভিযানের সময় তিনটি বিস্ফোরণ হয়েছে। পুলিশকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিরাপত্তাবাহিনীর সদস্যদের সঙ্গে বড় ধরনের বন্দুকযুদ্ধের আগেই এক আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তাবাহিনীর এই অভিযানে সেনা সদস্যরাও অংশগ্রহণ করছে। ধারণা করা হচ্ছে, ওই বাড়িটি সুইসাইড ভেস্ট তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল। সাম্মানথুরাই এলাকায় অভিযানের সময় একটি বাড়ি থেকে বোমা তৈরি করা সম্ভব এমন পরিমাণের বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এই শহরে অভিযানে আইএসের পোশাক ও পতাকা, ১৫০টি জেলিগনাইট স্টিক, ১০ হাজার বল বিয়ারিং, ড্রোন ক্যামেরা ও অন্তত একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। সিরিজ বোমা হামলার পর মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট ১৪০ জন গ্রেফতারে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। শুক্রবার দেশটির প্রেসিডেন্ট মৈত্রি পালা সিরিসেনা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে আইএস সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে কিনা তা নিশ্চিত করেননি তিনি। লঙ্কান কর্তৃপক্ষ হামলায় সরাসরি আইএসের সংশ্লিষ্টতার স্বীকার না করলেও প্রেসিডেন্ট আইএস সংশ্লিষ্টদের গ্রেফতারে অভিযানের কথা জানালেন। এতদিন দেশটি হামলায় শুধু বিদেশী সংযোগের কথা বলে আসছিল।
×