ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

প্রকাশিত: ১০:২৬, ২৭ এপ্রিল ২০১৯

  জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ সার্ফিং এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় শুক্রবার থেকে কক্সবাজারের লাবণী পয়েন্টে শুরু হয়েছে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সার্ফিং এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ফিরোজ রশিদ, এমপি। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন ক্লাবের ১৫০ সার্ফার অংশ নিয়েছে। সেখান থেকে বাছাইপর্ব শেষে ৭৫ সার্ফার চূড়ান্তপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি ক্যাটাগরিতে। সিনিয়র, মহিলা ও জুনিয়র। সিনিয়র ক্যাটাগরির চ্যাম্পিয়ন ২০ হাজার, রানারআপ ১৫ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী ১০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি পাবেন। মহিলা বিভাগেও একই প্রাইজমানি। আর জুনিয়র বিভাগের চ্যাম্পিয়ন ১৫ হাজার, রানারআপ ১০ হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী ৫ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি পাবেন। প্রত্যেককে দেয়া হবে অংশগ্রহণ ফি।
×