ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ সফরে পাকিস্তান দল

প্রকাশিত: ১০:২৬, ২৭ এপ্রিল ২০১৯

 বাংলাদেশ সফরে পাকিস্তান দল

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার বাংলাদেশে এসেছে পাকিস্তান অনুর্ধ-১৬ ক্রিকেট দল। এই সফরে তারা স্বাগতিক বাংলাদেশ অনুর্ধ-১৬ ক্রিকেট দলের সঙ্গে দু’টি ৩ দিনের ম্যাচ ছাড়াও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। আগামী ২৯ এপ্রিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম তিনদিনের ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। সে জন্য ডানহাতি ব্যাটসম্যান রিহাদ খানের নেতৃত্বে ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া আরও ৭ জনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। সোমবার ৩ দিনের ম্যাচ দিয়ে সফরকারী পাক কিশোরদের সঙ্গে সিরিজ শুরু করবে বাংলাদেশের কিশোর ক্রিকেট দল। রিহাদের নেতৃত্বে ফতুল্লায় ম্যাচটি খেলতে নামবে স্বাগতিকরা। তার সহকারী হিসেবে থাকবেন মাহফুজুর রহমান রাব্বী। এই ম্যাচ শেষে ২ মে উভয় দল খুলনায় যাবে। সেখানে শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ মে থেকে শুরু হবে দ্বিতীয় ৩ দিনের ম্যাচ। এই ভেন্যুতেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১০, ১২ ও ১৫ মে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। ১৬ মে পাকিস্তানের কিশোর ক্রিকেট দল বাংলাদেশ ত্যাগ করবে। বাংলাদেশ অনুর্ধ-১৬ দল ॥ মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলী, রিহাদ খান (অধিনায়ক), আইছ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বী (সহঅধিনায়ক), আজিজুল হক রনি, তানভীর আলম অয়ন, শামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান, আশিকুর রহমান, শাহরিয়ার আলম মাহিম ও মুশফিক হাসান। স্ট্যান্ডবাই ॥ আমির হোসেন, খালিদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মোঃ সজীব আহমেদ, নাসিম ইসলাম ও জিএম তাহজিবুল ইসলাম।
×