ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি’

প্রকাশিত: ১০:২১, ২৭ এপ্রিল ২০১৯

‘বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি’

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বকাপে খেলবে ১০টি দল। দশ দলের মধ্যে শুধু বাংলাদেশ অধিনায়কই টানা দুই বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। অন্য সব দলের অধিনায়কই প্রথমবার বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। অভিজ্ঞতার বিচারে তাই মাশরাফি বিন মর্তুজা এগিয়েই থাকছেন। এই এগিয়ে থাকায় পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার মনে করছেন, এবার বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। ১০ দলের অংশগ্রহণে হবে ইংল্যান্ড বিশ্বকাপ। ইতোমধ্যে প্রতিটি দল চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করায় ১০ অধিনায়ক পেয়ে গেছে ২০১৯ আসর। এদের মধ্যে বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজাকে সেরা অধিনায়ক হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। এবারের বিশ্বকাপে সবচেয়ে অভিজ্ঞ দল বাংলাদেশ। সেই দলটিকেই নেতৃত্ব দেবেন মাশরাফি। ২০১৫ সালে দ্বিতীয় মেয়াদে অধিনায়কত্ব পাওয়ার পর ক্রিকেট বিশ্বে টাইগারদের উচ্চাসনে বসিয়েছেন তিনি। নড়াইল এক্সপ্রেস ছাড়া এবারের আসরে কোন অধিনায়কই টানা দ্বিতীয়বার দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন না। মাশরাফির হাত ধরেই ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল এবং গেল বছর এশিয়া কাপের ফাইনালে খেলে বাংলাদেশ। সার্বিক বিচারে কোহলি-মরগানদের চেয়ে মাশরাফিকে একধাপ ওপরে রাখছেন শোয়েব। সম্প্রতি পিটিভি স্পোর্টসকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, আমার মতে ইংল্যান্ড বিশ্বকাপের সেরা অধিনায়ক মাশরাফি। তবে টাইগারদের বেশি উচ্চাভিলাষী হওয়া যাবে না। নিজেদের সেরা খেলাটা খেলতে হবে। তা হলেই বিশ্বমঞ্চে ভাল করবে তারা। আগামী ৩০ মে ইংল্যান্ড এ্যান্ড ওয়েলসে গড়াবে এবারের ক্রিকেটের বৈশ্বিক আসর। আর ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে দ্বাদশতম টুর্নামেন্টের অভিযানে নামবে মাশরাফিবাহিনী। এরপর এক এক করে ৫ জুন নিউজিল্যান্ড, ৮ জুন ইংল্যান্ড, ১১ জুন শ্রীলঙ্কা, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজ, ২০ জুন অস্ট্রেলিয়া, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারত আর ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। ৯টি ম্যাচে ধারাবাহিকতা রক্ষা করা খুবই কঠিন হতে পারে। প্রতিপক্ষও অনেক কঠিন ও শক্তিশালী দল। এরপরও বাংলাদেশ যদি ভাল করে তাহলে সেমিফাইনাল খেলা সম্ভব। এ জন্য সেরাটা খেলতে হবে। সেই সেরাটা খেলতে একজন অভিজ্ঞ অধিনায়কেরও প্রয়োজন। সেই অধিনায়ক হচ্ছেন মাশরাফি। ২০১৪ সালে অধিনায়কত্ব নেয়ার পর বাংলাদেশ দলের পুরো চেহারাই আমূল বদলে দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ২০১৫ সালের বিশ্বকাপে প্রথমবারের মতো দেশকে কোয়ার্টার ফাইনালে তোলা দিয়ে শুরু, এরপর থেকে গত চার বছরে মাশরাফির অধীনে অভূতপূর্ব সব সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। তাই তো আসন্ন ওয়ানডে বিশ্বকাপের অন্যতম সেরা অধিনায়ক হিসেবেই গণ্য করা হচ্ছে মাশরাফিকে। একদিক দিয়ে অবশ্য সবার চেয়ে এগিয়েই রয়েছেন মাশরাফি। বিশ্বকাপের অন্য সব অধিনায়কের চেয়ে অভিজ্ঞ যে তিনিই। চলতি বিশ্বকাপের অন্যান্য ৯ অধিনায়কের কেউই খেলেননি ২০০৭ সালের বিশ্বকাপ। সেখানে মাশরাফির ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ২০০৩ সালেরটি। ফলে অভিজ্ঞতার দিক দিয়ে অন্য সবার চেয়ে একধাপ এগিয়েই রয়েছেন তিনি। তবে শুধু অভিজ্ঞতার বিচারে নয়, দলকে নেতৃত্ব দেয়া এবং এক সুতোয় বেঁধে রাখার পারদর্শিতার কারণে এরই মধ্যে মাশরাফিকে বিশ্বকাপের সেরা অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
×