ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২৭ বছর পর...

প্রকাশিত: ০৯:৪১, ২৭ এপ্রিল ২০১৯

 ২৭ বছর পর...

দীর্ঘ ২৭ বছর কোমায় থাকার পর অবশেষে সুস্থ হওয়ার পথে দুবাইয়ের এক মহিলা। তিনি কোমা থেকে উঠেই প্রথমে তার ছেলের নাম ধরে ডাকেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ১৯৯১ সালে মুনিরা আবদুল্লা এবং তার ছেলে ওমর ওয়েবের গাড়ি দুর্ঘটনার মুখে পড়েন। ৩২ বছরের মুনিরা সেই সময় তার ৪ বছরের ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলেন। তাদের গাড়ির সঙ্গে স্কুল বাসের সংঘর্ষ হয়, যার জেরে গুরুতর আহত হন মুনিরা এবং মাথায় চোট লেগে তিনি কোমায় চলে যান। এই ভয়াবহ দুর্ঘটনা থেকে মুনিরার ৪ বছরের সন্তান আহত হলেও, প্রাণে বেঁচে যায়। চিকিৎসকরা ভেবেছিলেন যে, ওই মহিলা আর কোনদিনই কোমা থেকে উঠবেন না। চিকিৎসকরা দুবাইয়ের এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটা অলৌকিক ঘটনা। এরকম সচরাচর হয় না। ৪ বছরের ওমর এখন ৩২ বছরের যুবক। তিনি বলেন, ‘কখনও আশা ছাড়িনি, কারণ আমার সবসময়ই মনে হতো, যে তিনি একদিন এই গভীর ঘুম থেকে জেগে উঠবেন।’-ওয়েবসাইট
×