ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনিন্দ্য অমাতের কাব্যগ্রন্থের পাঠোন্মোচন

প্রকাশিত: ০৯:৪১, ২৭ এপ্রিল ২০১৯

 অনিন্দ্য অমাতের  কাব্যগ্রন্থের  পাঠোন্মোচন

স্টাফ রিপোর্টার ॥ আবৃত্তি সংগঠন হরবোলা আয়োজনে শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে প্রতিশ্রুতিশীল কবি অনিন্দ্য অমাতের ‘চেতনা যখন খাবার টেবিলে’ কাব্যগ্রন্থের পাঠোন্মোচন এবং আবৃত্তিসন্ধ্যার আয়োজন করা হয়। কাব্যগ্রন্থের পাঠোন্মোচনের সঙ্গে কবিতার শিল্পিত উচ্চারণে কবিতাপ্রেমীদের জন্য অনুষ্ঠানটি হয়ে অনন্য। আবৃত্তি পরিবেশন করেন মজুমদার বিপ্লব, আহসান উল্লাহ তমাল, নায়লা তারান্নুম কাকলী, সালমা শবনব ও সৈয়দ ফয়সল আহমেদ। সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিত্বশীল ব্যক্তি তথা সুশীল সমাজের ব্যক্তিবর্গের বাইরেও মানবিকতার আলিঙ্গনে অনুষ্ঠানে একজন বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়। মোঃ লালন মিয়া, যিনি পেশায় একজন মুচি। বস্তুত ‘চেতনা যখন খাবার টেবিলে’ বইটি এই লালন মিয়াকেই উৎসর্গ করা হয়েছে। এক বছর আগে কমলাপুর রেলস্টেশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবিনা আক্তার রেলের ইঞ্জিনের নিচে পড়ে গেলে তার দুটি পা আলাদা হয়ে যায়। এই দৃশ্য তখন সবাই দাঁড়িয়ে প্রত্যক্ষ করেন, সবাই তখন হায় হায় করছিল। কিন্তু মোঃ লালন সেই মুহূর্তে তার জুতা পালিশ করার মালামাল ফেলে রেখে রুবিনাকে কোলে নিয়ে পুলিশের সহায়তায় ঢাকা মেডিক্যালে ভর্তি করে।
×