ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২৯ লাখ টাকার ইয়াবা উদ্ধার ॥ আটক ১

প্রকাশিত: ০৯:১১, ২৭ এপ্রিল ২০১৯

 চট্টগ্রামে ২৯ লাখ  টাকার ইয়াবা  উদ্ধার ॥  আটক ১

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মহানগরীর আকবর শাহ থানার কর্নেলহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৬ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য প্রায় ২৯ লাখ টাকা। গ্রেফতার পারভেজ হোসেন (৩১) ওই বাসেরই সুপারভাইজার। গত বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্রে জানানো হয়, কতিপয় মাদক বিক্রেতা সেন্টমার্টিন পরিবহনের একটি বাসের মাধ্যমে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বহন করছে এমন তথ্যের ভিত্তিতে সিটি গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির পারভেজের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। তারপর যাত্রীদের সামনে তার দেহে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট। এরপর তার দেখানো স্থান থেকে উদ্ধার হয় আরও ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা। বাসটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিল। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে যে, বিভিন্ন কৌশলে এ বাসের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট পরিবাহিত হয়ে আসছে। র‌্যাব ইয়াবা বহনকারী সেন্টমার্টিন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসটি জব্ধ করে। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ২৯ লাখ টাকা।
×