ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক বন্ধ করে স্থাপনা নির্মাণ, বিপাকে ২৫ পরিবার ॥ ঝাড়ুমিছিল

প্রকাশিত: ০৯:১০, ২৭ এপ্রিল ২০১৯

 সড়ক বন্ধ করে  স্থাপনা নির্মাণ, বিপাকে ২৫ পরিবার ॥  ঝাড়ুমিছিল

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ এটিএম বুথ নির্মাণের জন্য দু’দিন ধরে স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র সড়ক বন্ধ করে রাখে বন্দর কর্তৃপক্ষ। ফলে এই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না এলাকার ২৫টি পরিবার। তাই স্থাপনা নির্মাণ কাজের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে ওই এলাকার নারী ও শিশুরা। শুক্রবার বেনাপোল স্থলবন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের পেছনে বসবাসকারী নারীরা এ প্রতিবাদ জানায়। পরে নারী ও শিশুরা মিলে সড়কের ওপর জমে থাকা মাটি সরিয়ে দেয়। পৌর কমিশনার আব্দুল জব্বার বলেন, প্যাসেঞ্জার টার্মিনালের পেছনে প্রায় ২৫টি পরিবার দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। তাদের চলাচলের একমাত্র রাস্তাটি বন্দর কর্তৃপক্ষ বন্ধ করে অনিয়ম করে ভবন নির্মাণ কাজ শুরু করে। এতে অবরুদ্ধ হয়ে পড়ে সবাই। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অবরুদ্ধ মানুষরা পৌরসভা ও বন্দর পরিচালকের বরাবর আবেদন জানায়। কিন্তু বন্দর কর্তৃপক্ষ অসহায় মানুষগুলোর যাতায়াতের বিকল্প কোন ব্যবস্থা না করে নির্মাণ কাজ শুরু করে। এতে প্রতিবাদ জানিয়ে নারীরা কাজ বন্ধ করতে ঝাড়ু মিছিল করে। স্থানীয় বাসিন্দা চৌধুরী সুপার মার্কেটের মালিক দুলাল চৌধুরী জানান, নিয়ম রয়েছে স্থায়ী কোন নির্মাণ কাজ করতে গেলে নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়ে কাজ করতে হবে। বিষয়টি সাধারণ মানুষ মানলেও সরকারী প্রতিষ্ঠান তা মানছে না। বন্দরের লোকজন জোরপূর্বক তার বাড়ির সীমানা ঘেঁষে কাজ শুরু করেছে। এতে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিলেও তারা শুনছে না। অবরুদ্ধ গ্রামবাসীর পক্ষে আশাদুজ্জামান আশা বলেন, ‘বন্দর কর্তৃপক্ষের মানবতাহীন কাজের কারণে তাদের বাড়ির লোকজনের কয়েকদিন ধরে বাইরে যাতায়াত বন্ধ হয়ে আছে। একমাত্র রাস্তাটি বন্ধ হলে তাদের যাতায়াত এবং ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে।’ এ বিষয়ে বন্দরের প্রকৌশলী রেজাউল ইসলাম জানান, বন্দর কর্তৃপক্ষের নির্দেশে তিনি এটিএম বুথ নির্মাণের কাজ শুরু করেছেন। এতে গ্রামবাসী চলাচল করতে না পারলে তাদের কিছু করার নেই।
×