ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বগুড়ায় অবৈধ ভার্চ্যুয়াল মুদ্রা লেনদেন চক্রের ৩ সদস্য আটক

প্রকাশিত: ০৯:০৭, ২৭ এপ্রিল ২০১৯

 বগুড়ায় অবৈধ ভার্চ্যুয়াল মুদ্রা লেনদেন চক্রের ৩  সদস্য আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সাইবার পুলিশ অবৈধ লেনদেন ও মুদ্রা পাচার কর্মকান্ডে জড়িত বিট কয়েন ব্যবহারকারী ক্রিপ্টোকারেন্সি চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে। তাদের নিকট থেকে ২টি ল্যাপটপ, ১৬টি মোবাইল ও ২০টি সিমকার্ডসহ ২টি ওয়েবসাইট উদ্ধার করে। ওয়েবসাইটটিতে ইতোমধ্যে সাইবার পুলিশের নোটিস ঝুলিয়ে দেয়া হয়েছে। পুলিশ বলছে, ক্রিপ্টোকারেন্সি বা অবৈধ ভার্চ্যুয়াল মুদ্রা কারবারিদের বিরুদ্ধে এটাই দেশে প্রথম দৃশ্যমান অভিযান। গ্রেফতারকৃতরা হলো-হবিগঞ্জের মাধবপুর এলাকার আহসান হাবিব ওরফে শাহ তানিম, একই এলাকার সোহেল মিয়া ওরফে কাজী সোহেল ও লক্ষ্মীপুর জেলার রায়পুরের মারুফ হোসাইন ওরফে মারুফ বিল্লাহ। গ্রেফতারকৃতদের আরও জিজ্ঞাসাবদের জন্য পুলিশ শুক্রবার ৮ দিনের রিমান্ড আবেদন করেছে। বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা শুক্রবার বেলা সাড়ে ১১টায় প্রেসব্রিফিংয়ে চক্রের ৩ জনকে আটক ও এ বিষয়ে বিস্তারিত তুলে ধরে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে বগুড়া সাইবার পুলিশ এ বিষয়ে নজরদারি ও তদন্ত শুরু করে। ক্রিপ্টোকারেন্সি হিসাবে বিটকয়েন ছাড়াও অনলাইনে আরও বিভিন্ন নামে এই অবৈধ লেনদেন হয়। ক্রিপ্টোগ্রাফি পদ্ধতি বা সাংকেতিক কোড ব্যবহার করে অনলাইনে এই অবৈধ ভার্চ্যুয়াল মুদ্রা লেনদেন করা হয় জুয়া বা কালোটাকাসহ বিভিন্ন লেনদেনে। আইপিএল বা বিপিএল ভিত্তিক জুয়া খেলতে ভার্চ্যুয়াল মুদ্রার ব্যাপক চাহিদা রয়েছে।
×