ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মাদারীপুরে দুই মন্দিরের ৫ প্রতিমা ভাংচুর

প্রকাশিত: ০৯:০৬, ২৭ এপ্রিল ২০১৯

 মাদারীপুরে দুই  মন্দিরের ৫ প্রতিমা ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২৬ এপ্রিল ॥ বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়ার গ্রামের দুই সার্বজনীন মন্দিরের ৫ প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ‘জয়ার শ্রী শ্রী রাধা-গোবিন্দ ও সার্বজনীন কালী মন্দির’ উন্নয়নকল্পে কমিটির সভা শেষে সদস্যরা নিজেদের বাড়ি চলে যায়। শুক্রবার সকালে মন্দির কমিটির কোষাধ্যক্ষ রিপন বৈদ্য দেখতে পান কে বা কারা মন্দিরের মধ্যে রক্ষা প্রতিমা ফেলে দিয়েছে এবং মহাদেবের মাথা ভাঙ্গা এবং কালী প্রতিমার জিহ্বা ও নাক কাটা। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অন্যদিকে একই রাতে জয়ার কুন্ডুবাড়ি সার্বজনীন কালী মন্দিরের মহাদেব ও কালী প্রতিমা ভাংচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ‘জয়ার শ্রী শ্রী রাধা-গোবিন্দ ও সার্বজনীন কালী মন্দির’ কমিটির সাধারণ সম্পাদক রামগোপাল সরকার বলেন, ‘আমরা কিছুতেই বুঝতে পারছি না কারা এ ধরনের ঘটনা ঘটাতে পারে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি করছি।’ এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত অফিসার কামরুল বলেন, ‘প্রতিমা ভাংচুর হওয়ার বিষয় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
×