ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় বিদ্যুত স্পর্শে মা-ছেলের মৃত্যু ॥ আহত ৩

প্রকাশিত: ০৯:০৩, ২৭ এপ্রিল ২০১৯

 চুয়াডাঙ্গায় বিদ্যুত  স্পর্শে মা-ছেলের  মৃত্যু ॥ আহত ৩

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা, ২৬ এপ্রিল ॥ জীবননগর উপজেলা শহরের মহানগর উত্তরপাড়ায় বিদ্যুত স্পর্শে মা ও ছেলে মারা গেছে। আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। মৃতরা হলো জীবননগর উপজেলার মহানগর উত্তরপাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)। পুলিশ জানায়, শুক্রবার ভোরে নিজেদের বাড়ির বারান্দায় ঝুলন্ত বিদ্যুতের তার পড়ে ছিল। এ সময় অনবধানবশত ছমির আলীর ছেলের স্ত্রী রুবিনা (২২) ওই তার স্পর্শ করলে সে আহত হয়। তাকে বাঁচানোর জন্য ছমির আলী (৬৫) ও তার স্ত্রী আশুরা খাতুন , আরেক ছেলের স্ত্রী কাকুলী (২০) ও ছেলে ওমর আলী পড়ে থাকা বিদ্যুতের তারে হাত দিলে তারাও বিদ্যুতায়িত হয়। দ্রুত পাঁচজনকেই উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আশুরা খাতুন ও ওমর আলীকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজনকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম বলেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। নওগাঁয় কলেজছাত্র নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রানীনগরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে নাছির সরদার (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার কাশিমপুর ফিল্ডপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত নাছির সরদার কাশিমপুর ফিল্ডপাড়া গ্রামের হাসেম সরদারের পুত্র ও রানীনগর শেরে বাংলা সরকারি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নাছির সরদারের বাড়ির বিদ্যুতের একটি তার ছিঁড়ে গেলে সেই তার নাছির ঠিক করতে লাগে। এ সময় বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×