ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এনজিওর গাড়ি থেকে ১০ লাখ টাকার ত্রাণ উদ্ধার

প্রকাশিত: ০৯:০৩, ২৭ এপ্রিল ২০১৯

 এনজিওর গাড়ি থেকে ১০ লাখ টাকার ত্রাণ  উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ এবার কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে ডব্লিউএফপির ত্রাণবাহী কাভার্ডভ্যান জব্দ করেছে বিজিবি। তাতে পাওয়া গেছে ১০ লাখ টাকা মূল্যের ২০ হাজার কেজি এ্যাংকর ডাল। জানা যায়, রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও ভাসানচরে যেতে না দিয়ে কিছু এনজিও স্বার্থ হাসিলে মরিয়া বলে প্রচার রয়েছে। এনজিওগুলো রোহিঙ্গাদের নামে ত্রাণ এনে এক-তৃতীয়াংশ বিতরণ করে বাকি সব আত্মসাত করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। ইতোপূর্বে এনজিওর গাড়িতে করে অন্যত্র সরবরাহ করার সময় ইয়াবার চালানও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বৃহস্পতিবার রাতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশিকালে এনজিওর কক্সবাজারগামী মালবাহী কাভার্ডভ্যানটি ধরা পড়ে। বিজিবি সূত্র জানায়, গাড়ি যে চোরাই পণ্যভর্তি, তা ড্রাইভারের জানা ছিল । বিজিবির তল্লাশিকালে অবস্থা বেগতিক বুঝতে পেরে গাড়ি ফেলে ড্রাইভার পালিয়ে যায়। কভার্ডভ্যান তল্লাশি করে ১০ লাখ টাকা মূল্যের ২০ হাজার কেজি এ্যাংকর ডালসহ ভ্যানটি জব্দ করা হয়। এসব পণ্য আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য কর্মসূচী কর্তৃক প্রদত্ত ত্রাণ।
×