ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভেজাল খাদ্যের বিরুদ্ধে রাজধানীতে মানববন্দন

প্রকাশিত: ০১:৫৬, ২৬ এপ্রিল ২০১৯

ভেজাল খাদ্যের বিরুদ্ধে রাজধানীতে মানববন্দন

অনলাইন ডেস্ক ॥ আজ শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দেখা গেছে ‘ভেজাল খাদ্যকে না বলুন’। ‘ভেজারমুক্ত ওষুধ চাই, নিরাপদ মৃত্যুর নিশ্চয়তা চাই’। এ ধরনের স্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে ছোট্ট দুই শিশু। দুজনের হাতে দুটি থালা, যার একটিতে কিছু ফল। আরেকটিতে মাছ। তাদের সঙ্গে এমন প্লেকার্ড, ব্যানার ও খাদ্যপণ্য হাতে নিয়ে ঢাকার রাজপথে প্রতিবাদে নেমেছিলেন আরও অনেকে। মানববন্ধনের আয়োজন করে নিরাপদ খাদ্য চাই নামের একটি সংগঠন। তাদের দাবি, খাদ্যে ভেজারকারীর শাস্তি। মানববন্ধনে বক্তারা বলেন, অধিক মুনাফার লোভে ব্যবসায়ীদের একটা অংশ খাবারে নানা ধরনের কেমিক্যালসহ ভেজাল মিশিয়ে থাকে। ফলে খাবারের বড় একটা অংশ আজ অনিরাপদ। সংগঠনের আহ্বায়ক ড. জাহের বলেন, ‘খাদ্যে ভেজাল বন্ধ না হলে জাতি কখনও নিরাপদ থাকতে পারবে না। তাই সবাইকে এখনই খাদ্যে ভেজালের বিরুদ্ধে সচেতন হতে হবে এবং খাদ্যে ভেজালকারীদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে।’ মানববন্ধনে আরও বক্তব্য দেন, নিরাপদ খাদ্য চাই সংগঠনের সদস্য সচিব আব্দুর রহিম বাচ্চু, মোশারফ হোসেন মিলন, হাজী ইকবাল, মির্জা জহিরুল হক মামুন, আলাউদ্দিন আজাদ, ইঞ্জিনিয়ার আরা উদ্দিন প্রমুখ।
×