ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ছ বি র গ ল্প ॥ ব্লুটুথ ছাতা

প্রকাশিত: ১২:৪২, ২৬ এপ্রিল ২০১৯

ছ বি র  গ ল্প ॥ ব্লুটুথ ছাতা

ছাতা হারিয়ে ফেলার ঘটনা খুব সাধারণ। তবে এখন থেকে আর ছাতা হারিয়ে ফেলার কোন সম্ভাবনা নেই। নিউইয়র্কভিত্তিক স্টার্টআপ ‘দাভেক’ লাক্সারি ছাতা প্রস্তুতকারক হিসেবে পরিচিত। আর তারা এবার নিয়ে আসছে ব্লুটুথ ছাতা। এই ছাতায় ব্লুটুথ চিপটি বেজের ভেতরে লুকানো অবস্থায় থাকবে। দুর্ঘটনাক্রমে কেউ ছাতাটি ভুলে ফেলে আসলে ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীকে সতর্কবার্তা দেবে। এটি এ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সঙ্গে এ্যাপের মাধ্যমে সিঙ্ক করবে। ফলে স্মার্টফোন এবং ছাতার মধ্যে দূরত্ব হলে তা ট্র্যাক করবে। যদি ছাতাটি ফোন থেকে ৩০ ফিট দূরে চলে যায়, তাহলে ছাতা থেকে ফোনে সরাসরি মেসেজ পাঠাবে। এটিতে এ্যালার্ট ছাড়াও একটি ওয়েদার এ্যাপ থাকবে, যেটি কোন দিন ছাতা নিয়ে বের হতে হবে তা বলে দেবে। কালো এবং নীল এ দুটি রঙে পাওয়া যাবে ছাতাটি। সূত্র : ডেইলি মেইল
×