ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

’৩০ সালের মধ্যে দেশকে অবশ্যই ম্যালেরিয়ামুক্ত করতে পারব ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:০৮, ২৬ এপ্রিল ২০১৯

’৩০ সালের মধ্যে দেশকে অবশ্যই ম্যালেরিয়ামুক্ত করতে পারব ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ ম্যালেরিয়া নির্মূলে এই কর্মসূচীর সঙ্গে সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডার নিয়ে একত্রে কাজ করতে হবে। তাহলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে (এসডিজি) ২০৩০ সালের মধ্যে আমরা অবশ্যই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করতে পারব। তবে এজন্য সবাইকে সচেতন হতে হবে এবং সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল বেসরকারী প্রতিষ্ঠান ও স্টেকহোল্ডারদের এক সঙ্গে কাজ করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ জাহিদ মালেক এমপি এসব কথা বলেন। বিশ্ব ম্যালেরিয়া দিবস-২০১৯ উপলক্ষে জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচী, বেসরকারী সংস্থা ব্র্যাক ও অন্যান্য সহযোগী সংস্থাসমূহ এই সেমিনারের আয়োজন করে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাঃ এম এম আক্তারুজ্জামান।
×