ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পান তামাক ও গুল নিয়ে ক্লাসে যেতে পারবেন না শিক্ষকরা

প্রকাশিত: ১১:০৮, ২৬ এপ্রিল ২০১৯

পান তামাক ও গুল নিয়ে ক্লাসে যেতে পারবেন না শিক্ষকরা

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা প্রতিষ্ঠানে পুরস্কার হিসেবে বই অথবা শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পুরস্কার হিসেবে ক্রোকারিজ বা এ জাতীয় অন্যকোন পণ্য বা বস্তু বিতরণ করা যাবে না। একইসঙ্গে শিক্ষকরা পান, সিগারেট, জর্দা, তামাক ও গুল নিয়ে ক্লাসে যেতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রতি এ নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক দুটি পরিপত্র জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। পরিপত্র মাউশির ওয়েবসাইটেও দেয়া হয়েছে। পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বিদ্যালয়গুলোতে সহ-শিক্ষাক্রমিক কার্যক্রমের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রোকারিজ সামগ্রী প্রদান করা হয়। এ ধরনের পুরস্কার শিক্ষার্থীদের শিখন-শেখানো কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ প্রেক্ষিতে গুণগত শিক্ষা অর্জনের লক্ষে সব অনুষ্ঠানে প্রতিযোগী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বয়স উপযোগী মানসম্মত বই অথবা শিক্ষা সহায়ক উপকরণ প্রদান করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
×