ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শেরপুরে ইউপি চেয়ারম্যানের পিস্তলের গুলিতে কৃষক খুন, আটক ৫

প্রকাশিত: ১১:০৩, ২৬ এপ্রিল ২০১৯

শেরপুরে ইউপি চেয়ারম্যানের পিস্তলের গুলিতে কৃষক খুন, আটক ৫

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ২৫ এপ্রিল ॥ নালিতাবাড়ীতে জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় যোগানিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের গুলিতে খুন হয়েছে ইদ্রিস আলী (২৬) নামে এক কৃষক। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে যোগানিয়া ইউনিয়নের কুত্তামারা গ্রামে হতাহতের ঘটনা ঘটে। নিহত ইদ্রিস স্থানীয় ফজলুর রহমানের ছেলে। আহত রুবেল মিয়াকে (২২) নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করতে না পারলেও ৫ জনকে আটক করেছে। এরা হচ্ছে ইউপি চেয়ারম্যানের বড় ভাই মাসুম মিয়া (৪০), বড় বোন ময়না বেগম (৬০), ভাগিনা হারেজ আলী (৩০), রাহুল মিয়া (২৮) ও ভাতিজা উসমান আলী (৩২)। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ঘটনা নিয়ে সন্ধ্যা পর্যন্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করায় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশী তৎপরতা বাড়ানো হয়েছে।
×