ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জলবায়ু মোকাবেলায় সেমিনার

প্রকাশিত: ০৯:১৮, ২৬ এপ্রিল ২০১৯

জলবায়ু মোকাবেলায় সেমিনার

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২৫ এপ্রিল ॥ জলবায়ু বিপদ মোকাবেলায় চাহিদাসমূহ চিহ্নিত করণ ও অর্থায়ন বিষয়ক নাগরিক সমাজের অংশ গ্রহণে ২০১৯-২০২০ সালের প্রাক বাজেট নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কোস্ট ট্রাস্টের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। এ সময় বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কামার ম-ল,কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশেদা বেগম, ভোলা লেডিস ক্লাবের সম্পাদক খাদিজা আক্তার স্বপ্না, ভোলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল উদ্দিন সুলতান প্রমুখ। ময়লার ঝুড়ি বিতরণ নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৫ এপ্রিল ॥ গাজীপুর মেট্রোপলিটন পুলিশী এলাকার সকল রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে শুরু হওয়া অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার টঙ্গী কলেজ গেট এলাকায় দোকানদারদের মাঝে ময়লা আবর্জনা রাখার ঝুড়ি বিতরণ করা হয়। টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক ঝুড়ি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অভিযান পরিচালক প্রধান লিটু চৌধুরী আরাফাত।
×