ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দরপতনের প্রতিবাদে সোমবার গণঅনশন

প্রকাশিত: ০৯:০৩, ২৬ এপ্রিল ২০১৯

দরপতনের প্রতিবাদে সোমবার গণঅনশন

গত তিন মাস ধরে শেয়ারবাজারের অব্যাহত দর পতনের পরেও নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে কোন কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে না। যে কারণে ৩৩ লাখ বিনিয়োগকারীসহ শেয়ারবাজার আজ ধ্বংসের মুখে। বাজারের এই অস্থিতিশীলতা ঠেকাতে আগামী সোমবার প্রতীকী গণঅনশনের ঘোষণা দিয়েছে বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধনরত বিনিয়োগকারীরা এমন ঘোষণা দিয়েছেন। বিনিয়োগকারীরা বলেন, এরই মধ্যে শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার অনেক মিটিং হয়েছে। মিটিং অবশ্যই বাজারকে গতিশীল করতে বিভিন্ন বিষয় চিহ্নিত হয়েছে। কিন্তু সেগুলো বাস্তবায়নের জন্য কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। -অর্থনৈতিক রিপোর্টার
×