ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণ, কেউ হতাহত হয়নি

প্রকাশিত: ০৯:০০, ২৬ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় ফের বিস্ফোরণ, কেউ হতাহত হয়নি

শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ৪০ কিলোমিটার পূর্বে পুগোদা শহরে বৃহস্পতিবার একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরটির হাকিম আদালতের পেছনের খোলা মাঠ থেকে বিস্ফোরণের শব্দটি আসে। এ বিস্ফোরণে কেউ হতাহত হয়নি জানিয়ে পুলিশ বলেছে, তারা বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে। পুলিশ কর্মকর্তা গুনাসেকেরা বলেছেন, আদালতের পেছনে একটি বিস্ফোরণ ঘটেছে, আমরা তদন্ত করে দেখছি। এটি পুলিশের ঘটানো কোন নিয়ন্ত্রিত বিস্ফোরণ ছিল না বলে নিশ্চিত করেছেন তিনি। -ওয়েবসাইট তালেবান- যুক্তরাষ্ট্র আলোচনার নিন্দা ইরানের আফগানিস্তানে যুদ্ধ অবসানের লক্ষ্যে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার নিন্দা জানিয়ে ইরান বুধবার বলেছে, ওয়াশিংটন জঙ্গীদের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ স্বীকার করেছেন যে ইরানও তালেবানদের সঙ্গে আলোচনা করেছে। তবে যুক্তরাষ্ট্র এ উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে যে চুক্তি করতে যাচ্ছে তা ‘অত্যন্ত ভুল’। জারিফ বলেন, সরকারসহ অন্য সকলকে দূরে ঠেলে দিয়ে কেবলমাত্র তালেবানের সঙ্গে আলোচনা করায় এই প্রচেষ্টায় কিছুই অর্জিত হয়নি। তালেবানের বিবৃতিতেই বিষয়টি স্পষ্ট হয়ে হয়ে উঠেছে।’ জারিফ বলেন, ‘আমিই প্রথম বলেছিলাম যে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে তালেবানকে দূরে বা বিচ্ছিন রাখা যাবে না।’ এএফপি’র।
×