ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলার আকাশে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ যুদ্ধ চলবে ॥ ২৬ এপ্রিল, ১৯৭১

প্রকাশিত: ০৮:৫৭, ২৬ এপ্রিল ২০১৯

বাংলার আকাশে যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণ যুদ্ধ চলবে ॥ ২৬ এপ্রিল, ১৯৭১

১৯৭১ সালের ২৬ এপ্রিল দিনটি ছিল সোমবার। এইদিনে মীর শওকত আলী মহালছড়ির মুক্তিযোদ্ধা হেড কোয়ার্টার আক্রমণে পাকবাহিনী তৎপরতা প্রতিরোধ করতে ক্যাপ্টেন খালেকুজ্জামান ও তার দলকে নানিয়ারচর বাজারে বড় পাহাড়ের ওপর ডিফেন্স গ্রহণের নির্দেশ দেন। এদিন সিরাজগঞ্জের কাশীনাথপুরের মুক্তিযোদ্ধাদের ঘাঁটির ওপর পাকবাহিনী হঠাৎ আক্রমণ চালায়। এ যুদ্ধে ৩০-৪০ জন মুক্তিযোদ্ধা শাহাদাৎবরণ করেন। বর্বর পাকবাহিনী সিলেটের কালাগুল চা-বাগানে হামলা চালিয়ে ৫০ জন নিরীহ মানুষকে হত্যা করে। সকালে পটুয়াখালীর আকাশে হানা দেয় পাকিস্তানী জঙ্গী বিমান। নির্বিচারে শেলিং করে গুঁড়িয়ে দেয় টিএন্ডটি টাওয়ারসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনা। পাকসেনারা আক্রমণ করে পটুয়াখালী জেলা সদর, ডিসি অফিসসহ সকল বৃহৎ অবকাঠামো। অবিরাম গোলাবর্ষণ ও বিধ্বংসী মারণাস্ত্রের আক্রমণে রাস্তার দু’ধারে মৃত মানুষের কাফেলা সৃষ্টি হয় চোখের নিমিষে। এদিন পাকহানাদার বাহিনী গুলি করতে করতে শেরপুর শহরে প্রবেশ করে। অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার মাধ্যমে শেরপুর দখলে নিয়ে ঘাঁটি স্থাপন করে নয়ানী জমিদার বাড়িতে। এদিকে শহীদ হন মোস্তফা ও বুলবুল নামের ২ জন ছাত্র। শহীদ হন রুটি বিক্রেতা আহমদ আলী, পুরোহিত সুব্রত ভট্টাচার্যসহ অনেকে। হানাদার বাহিনী ঝাউগড়া গ্রামে হানা দিয়ে ব্যবসায়ী চৌথমল কারুয়া, নিপু সাহা, মহেন্দ্র দেসহ ৮ জনকে লাইনে দাঁড় করিয়ে হত্যা করে। জয়পুরহাটের কড়ইকান্দিপুর গ্রামের ৩শ’ ৭১ জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোসররা। টাইম ম্যাগাজিন লিখেছে : গৃহযুদ্ধের দীর্ঘস্থায়ী গেরিলা তৎপরতার অধ্যায় ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, অধিকাংশ শহর সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর বিদ্রোহীদের দখলে রয়েছে গ্রাম এলাকার বেশিরভাগ। পাকিস্তান সেনাবাহিনী এই ভয়াল নির্মম যুদ্ধে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছে।... কমিউনিস্ট চীন অবশ্য পাকিস্তান সরকারকে সর্বাত্মক সমর্থন দিচ্ছে। পাকিস্তানের চিরশত্রু ভারত নীরবে মুক্তিকামী বিপ্লবীদের সমর্থন করছে। পূর্ব পাকিস্তানের বিভিন্ন স্থানে পাকিস্তান সেনাবাহিনীর তা-বলীলা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। যুদ্ধে মৃতের সংখ্যা ইতোমধ্যেই ২০০,০০০ (দুই লাখ) ছাড়িয়ে গেছে। বন্দরনগরী চট্টগ্রামে শত শত মৃতদেহ নদীতে ফেলে দেয়া হয়েছে। এসব লাশ ভেসে গেছে সাগরে। এদিন সাবেক প্রাদেশিক শিক্ষামন্ত্রী ও মুসলিম লীগের (কাইয়ূম) সহ-সভাপতি মফিজুদ্দিন আহমদ, প্রাদেশিক মুসলিম লীগের (কনভেনশন) সাবেক সাধারণ সম্পাদক মওলানা আবদুল মান্নান ঢাকায় এক বিবৃতিতে বলেন, পাকিস্তানের স্বাধীনতা রক্ষায় মাদ্রাসা শিক্ষক ও ওলেমারা গৌরবময় ভূমিকা পালন করবে। ২৩ এপ্রিল জারিকৃত মিশন বন্ধের নির্দেশ কার্যকর করতে সামরিক কর্তৃপক্ষ বেলা ১২টায় ঢাকাস্থ ভারতীয় ডেপুটি হাই কমিশন বলপূর্বক বন্ধ করে দেয়। রাতে পাকিস্তান সেনাবাহিনীর চীফ অব স্টাফ জেনারেল হামিদ খান পরিস্থিতি সম্পর্কে অবহিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণের জন্য ঢাকায় আসেন। এদিন শান্তি কমিটির জেলা আহ্বায়কদের নাম ঘোষণা করা হয়। এরা হলেন : বরিশাল জেলা- মওলানা বশির উল্লাহ আতাহরী ও এ্যাডভোকেট নুরুল ইসলাম সিকদার, দিনাজপুর জেলা- মৌলভী মতিউর রহমান চৌধুরী ও আহমদ জান মোক্তার, ঈশ্বরদী (পাবনা জেলা)- মমতাজুর রহমান, পটুয়াখালী জেলা- প্রাক্তন এমএনএ কসিমউদ্দিন সিকদার এবং বগুড়া, খুলনা, মাদারীপুর ও পটুয়াখালী জামে মসজিদের ইমামবৃন্দ। একাত্তরের এইদিন কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে আয়োজিত জমিয়তের কনভেনশন থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পক্ষে রেজুলেশন পাস করা হয়। এছাড়া তিনি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা এলাকায় বাংলাদেশীদের জন্য শরণার্থী শিবির স্থাপন ও নিয়মিত রিলিফ বিতরণের ব্যবস্থা করেন। এইদিন আনন্দবাজার পত্রিকায় ‘বেনাপোলে মুক্তিফৗজের হাতে পাকিস্তানী গোলন্দাজ বাহিনী ঘায়েল’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আজ যশোর রণাঙ্গনে মুক্তিফৌজের মূল ঘাঁটি দখল করতে এসে হানাদার দলের গোলন্দাজ বাহিনী ঘায়েল হয়। মুক্তিসেনাদের প্রচ- পাল্টা আঘাতে তারা আধুনিক সমর সরঞ্জাম ফেলে পালায়। এদিন দৈনিক পাকিস্তানের শান্তি কমিটি সম্পর্কিত রিপোর্টে বলা হয়, স্বাভাবিক জীবনযাত্রা দ্রুত পুনঃপ্রতিষ্ঠা, রাষ্ট্র ও সমাজবিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে জনগণকে সজাগ রাখা ও গুজব রটনাকারীদের দুরভিসন্ধি প্রতিরোধের উদ্দেশ্যে এই কমিটি গঠিত হয়েছে। এদিন টাইম ম্যাগাজিনের সংবাদে প্রকাশ, গত সপ্তাহে রেডিও পাকিস্তান ঘোষণা করেছে পূর্ব পাকিস্তানের রাজধানী ঢাকা আর যশোর শহরের মধ্যে অভ্যন্তরীণ বিমান ফ্লাইট চালু হয়েছে, যা বিদ্রোহীদের একটি শক্ত ঘাঁটি। ব্রডকাস্ট নোট করতে ব্যর্থ হয় যে পিআইএ প্রপজেট শুধু সেনাদের বহন করছিল এবং যশোর বিমান বন্দরে এয়ার ফোর্স পাহারায় ছিল। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, প্রেসিডেন্ট মোহাম্মাদ ইয়াহিয়া খানের পাকিস্তানী সেনাবাহিনী প্রায় দুসপ্তাহের বেশি সময় ধরে প্রতীক্ষার এর কৌতূহলী খেলায় রত ছিল। বন্দরনগরী চট্টগ্রামে পাকিস্তানী সৈন্যরা বাঙালী কয়েদিদের ট্রাকের সামনে তুলে তাদের স্বাধীনতার স্লোগান ‘জয় বাংলা’ বলতে বাধ্য করছে। যখন বাঙালী তাদের লুকোনো গোপন জায়গা থেকে বের হয়ে এসেছে, তখন পাকিস্তানী সেনারা তাদের স্বয়ংক্রিয় অস্ত্র দ্বারা সরাসরি তাদের গুলি করছে। ...অপরদিকে এই শক্তিশালী ৫১ বছর বয়সী নেতা যিনি সংগ্রামের প্রতীক তিনি বন্দী থাকায় নতুন সরকারের কার্যক্রম একটু ধোঁয়াশার মধ্যে আছে।... পিকিং পশ্চিম পাকিস্তানীদের পক্ষে আশাতীত সমর্থন দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর গত মাসেই তারা পরিষ্কার বিবৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী চৌ-এন-লাই ইয়াহিয়াকে এক টেলিগ্রামে বলেন, ‘ভারতীয় সম্প্রসারণবাদীদের ধ্বংস করতে এবং তাদের দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বাধীনতা রক্ষার সংগ্রামে চাইনিজরা পাকিস্তানীদের সাহায্যের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ’। লন্ডন থেকে প্রকাশিত ‘বাংলাদেশ নিউজ লেটার’ ঐক্যবদ্ধ হন অথবা ধ্বংস হয়ে যান শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ এর সামরিক একনায়কতন্ত্র বাঙালীদের ওপর একটি জাতীয় স্বাধীনতা সংগ্রাম চাপিয়ে দিয়েছে। এই যুদ্ধটি চলছে এমন দুটি পক্ষের মধ্যে যাদের এক পক্ষের রয়েছে আধুনিক সেনাবাহিনী, যারা অতি অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। নাপাম বোমা থেকে স্যাবির জেট সবই এদের আছে। আরেক পক্ষের বুকে একটা দৃঢ় প্রত্যয় ছাড়া আর কিছুই নেই। তাদের প্রত্যয়টি হলো নিজের মাতৃভূমিতে তারা কিছুতেই অন্যের দাস হয়ে থাকবে না। লেখক : শিক্ষাবিদ ও গবেষক [email protected]
×