ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএনওর নির্দেশে নির্মাণ সামগ্রী উঠিয়ে নিল ঠিকাদার

প্রকাশিত: ০৮:২৮, ২৫ এপ্রিল ২০১৯

 ইউএনওর নির্দেশে নির্মাণ সামগ্রী উঠিয়ে নিল ঠিকাদার

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ উপজেলার একটি গ্রামীণ সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজের অভিযোগ উঠেছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তোলপাড় শুরু হলে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের নজরে আসে। পরে তাঁরই (ইউএনও) নির্দেশে ওই ঠিকাদার নির্মাণ সামগ্রী উঠিয়ে নেন। জানা গেছে, উপজেলার গাংগাইল ইউনিয়নের জলহরি মোড় থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত এক হাজার মিটারের একটি গ্রামীণ সড়কের কাজ পায় ঠিকাদার বাবুল মিয়া। উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) কার্যালয় থেকে সড়কটি নির্মাণের জন্য ২২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। কিন্তু ওই ঠিকাদার সড়কের কাজ শুরু থেকে নম্বরবিহীন দূর্বল ইট ও বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ চালিয়ে যায়। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও (ফেসবুক) তোলপাড় শুরু হয়। আর এতে দৃষ্টি পড়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাদ্দেক মেহদী ইমামের। তিনি বৃহস্পতিবার বিকালে ওই সড়কের পাশে গিয়ে ঠিকাদারকে নিম্নমানের ইট উঠিয়ে নেওয়ার নির্দেশ দেন। ইউএনওর নির্দেশে প্রায় ২২ হাজার নিম্নমানের নম্বরবিহীন ইট তুলে নেওয়া হয়। এবং ভালো নির্মাণ সামগ্রী দিয়ে কাজ শেষ করবেন এমন আশ্বাসের মাধ্যমে ঠিকাদার রক্ষা পায়। এই বিষয়ে গাংগাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন নিম্নমানের ইট ও বালুর পরিবর্তে মাটি দিয়ে কাজ করায় ক্ষোভ প্রকাশ করেন। ইউএনও মোসাদ্দেক মেহদী ইমাম বলেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। সড়কের কাজের গুনগত মান বজায় রেখে কাজ করতে হবে। অন্যতায় ওই ঠিকাদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
×