ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা

প্রকাশিত: ১৩:২৪, ২৫ এপ্রিল ২০১৯

বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা

বাংলা ট্রিবিউন ॥ ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থে অবশেষে জায়গা পেয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এ ছাড়া স্থান পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবিও। বইটির এই সংস্করণ থেকে বাদ দেয়া হয়েছে সাবেক পাকিস্তানী সেনাশাসক আইয়ুব খান এবং পূর্ব পাকিস্তানের গবর্নর মুনায়েম খানের ছবি। নতুন করে ছাপানো ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ বই প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এর আগে সরকারের প্রধান নির্বাহীর নির্দেশে ‘বাংলাদেশ ব্যাংকের ইতিহাস’ গ্রন্থটি নতুন করে প্রকাশের পদক্ষেপ নেয়া হয়। আগের ত্রুটি সংশোধন করে নতুন করে একটি উন্নত ও পরিমার্জিত সংকলন করা হয়েছে। রিভিউ কমিটির সদস্য ও বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ নেছার আহাম্মদ ভূঞা বলেন, আমরা চেষ্টা করেছি বাংলাদেশ ব্যাংকের প্রকৃত ইতিহাস তুলে ধরতে। আগের বইতে যেসব ত্রুটি ছিল তা দূর করার পাশাপাশি নতুন বইতে আমরা বঙ্গবন্ধুর অবস্থান জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি। নতুন গ্রন্থে ছবিসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে।
×