ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন সংসদ নির্বাচনের দাবি করে তোপের মুখে মোকাব্বির

প্রকাশিত: ১৩:০২, ২৫ এপ্রিল ২০১৯

নতুন সংসদ নির্বাচনের দাবি করে তোপের মুখে মোকাব্বির

সংসদ রিপোর্টার ॥ সংসদ অধিবেশনে প্রথম বক্তব্য রাখতে গিয়েই কিছুটা তোপের মুখে পড়েন গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খান। পয়েন্ট অব অর্ডারে ফ্লোর নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির দাবি জানালে সরকারী দলের সংসদ সদস্যরা হৈ-চৈ করে তার এ দাবির প্রতিবাদ জানায়। মোকাব্বির খান বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা না হওয়ার ঘটনা সারাদেশের মানুষকে পীড়িত করছে। তার চিকিৎসার দাবি জানাচ্ছি। পাশাপাশি বিএনপি নেতা ইলিয়াস আলীর অনুসন্ধানে একটি তদন্ত কমিশন গঠনেরও দাবি জানান তিনি। বুধবার রাতে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনের শেষ সময়ে ফ্লোর নিয়ে মোকাব্বির খান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, একাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রথমেই দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ জানাই। গত ৩০ ডিসেম্বর সাধারণ নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন আছে। জাতির জনকের কন্যার কাছে সর্বপ্রথম দাবি জানাব অবিলম্বে এমন একটি সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন যাতে দলমত নির্বিশেষে দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এ বক্তব্যের বিরুদ্ধেও সরকারী দলের সদস্যরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। ড. কামাল হোসেন প্রসঙ্গে তিনি বলেন, আমার নেতা সব সময় জাতীয় স্বার্থে জাতীয় ঐক্যের কথা বলেন। কিন্তু সেই ঐক্য ক্ষমতা কেন্দ্রিক নয়, এই ঐক্য চাওয়া-পাওয়ার ঐক্য না। এই ঐক্যে স্বাধীনতা বিরোধীদের স্থান নেই। জাতির জনকের সই করা সংবিধান সুদৃঢ় করার ঐক্য। তিনি বলেন, গণফোরামের সদস্য হিসেবে ৪ লাখ ২৫ হাজার কোটি টাকা পাচার, ব্যাংকের টাকা লুটপাট কিংবা নুসরাতকে পুড়িয়ে মারার নীতির বিপক্ষে আমরা। সময় এসেছে আত্ম জিজ্ঞাসার। গত ৩০ ডিসেম্বরের মতো নির্বাচন কেন করা হলো? আমাদের রাষ্ট্রযন্ত্র কতটা দায়িত্ব পালন করে এর আগে ২০০০ সালে এক কোটি ২৮ লাখ ভুয়া ভোটার দিয়ে উপ-নির্বাচনের চেষ্টা করা হয়েছিল। যার ফসল এক এগারোর সরকার গঠন হয়েছিল।
×