ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সেনাবাহিনী জলক্রীড়া

প্রকাশিত: ১২:২১, ২৫ এপ্রিল ২০১৯

সেনাবাহিনী জলক্রীড়া

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং) প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী বুধবার ঢাকার বনানীর আর্মি সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চীফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন হতে মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল ১২ স্বর্ণ, ২ রৌপ্য ও ৩ ব্রোঞ্জসহ ১৪০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ২ স্বর্ণ, ৮ রৌপ্য ও ১০ ব্রোঞ্জ পদকসহ ১২৪ পয়েন্ট পেয়ে ৬৬ পদাতিক ডিভিশন দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ২৪ পদাতিক ডিভিশন দল রানারআপ হয়।
×