ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এএফসি কাপ

সানডেকে ছাড়াই ভারত যাচ্ছে আবাহনী

প্রকাশিত: ১২:২১, ২৫ এপ্রিল ২০১৯

সানডেকে ছাড়াই ভারত যাচ্ছে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ দলের অন্যতম সেরা খেলোয়াড় না থাকলে ম্যাচ জেতাটা বড়ই দুরূহ। আর সেই দুরবস্থাই হয়েছে ঢাকা আবাহনী লিমিটেডের। এএফসি কাপের ‘এ্যাওয়ে’ ম্যাচ খেলতে শনিবার ভারতের আহমেদাবাদে যাচ্ছে তারা। কিন্তু ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে সেখানে যেতে পারছেন না নাইজিরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা। আগামী ৩০ এপ্রিল ভারতের চেন্নাইন এফসির বিরুদ্ধে খেলবে আবাহনী। দ্বিতীয়পর্বের লক্ষ্য নিয়ে এবার গ্রুপপর্বে খেলছে তারা। দুই ম্যাচে চার পয়েন্ট পেয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে তারা। এক নম্বরে আছে চেন্নাইন। অথচ গত বছর ভারতে গিয়ে এএফসি কাপে খেলে এসেছেন সানডে। তাকে ছাড়াই এবার ভারতে গিয়ে খেলতে হবে বলে বেশ নাখোশ হয়েছেন আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রূপু, ‘গত বছর তারা সানডেকে ভিসা দিল। তারা এখন বলছে তাকে নাইজিরিয়া গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে। এত অল্প সময়ে এটা কিভাবে সম্ভব? এটা তো হয়রানি।’ জাপান গেল স্কোয়াশ দল স্পোর্টস রিপোর্টার ॥ স্থানীয় একটি টুর্নামেন্টে আমন্ত্রণ পেয়ে জাপানে খেলতে গেল চার সদস্যের বাংলাদেশ দল। মঙ্গলবার গভীর রাতে রওনা হয়েছে দলটি। ২৭-৩০ এপ্রিল জাপানের ইয়োকোহামাতে কানাওয়াগা স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হবে। যেখানে অংশ নেবেন জাপানের সেরা খেলোয়াড়রা। অথচ এই টুর্নামেন্টে একমাত্র বিদেশী দল হিসেবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জাপানগামী দলের সদস্যরা হলেন : বাংলাদেশ সেনাবাহিনীর মাসুম আহমেদ ও শাহাদাত হোসেন এবং উত্তরা ক্লাবের মোঃ সুমন। দলের সঙ্গে কোচ কাম ম্যানেজার হিসেবে গেছেন ব্রিগেডিয়ার (অব.) সেলিম আকতার।
×