ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আইপিএল

সাকিবের ফেরার ম্যাচে ঝড় তুললেন ওয়াটসন

প্রকাশিত: ১২:২০, ২৫ এপ্রিল ২০১৯

সাকিবের ফেরার ম্যাচে ঝড় তুললেন ওয়াটসন

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু এরপর টানা আট ম্যাচে তাকে বসিয়ে রাখা হয়। বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে ফিরতে সাকিবকে চিঠিও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু শিষ্যের ডাকে ভারতে যাওয়া শৈশবের কোচ সালাউদ্দিন জানান, সাকিব অন্তত আরও দুটি ম্যাচ খেলবেন। তবে টাইগার তারকার প্রত্যাবর্তনটা সুখকর হয়নি। পরশু চেন্নাই সুপার কিংসের কাছে ৬ উইকেটে হেরে গেছে হায়দরাবাদ। ৫৩ বলে ৯ চার ও ৬ ছক্কায় ৯৬ রানের ঝড়ো ইনিংস খেলে চেন্নাইর জয়ের নায়ক শেন ওয়াটসন। ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাকিব এদিন ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ৩ উইকেটে ১৭৫ রান করেছিল হায়দরাবাদ। এবারের আসরে নিজের সর্বশেষ ম্যাচে শূন্য রানে ফেরেন জনি বেয়ারস্টো। ওই ম্যাচের পর বিশ্বকাপের প্রস্তুতির জন্য ইংল্যান্ড ফিরে যান তিনি। ৪৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৫৭ রান করেন ফর্মের তুঙ্গে থাকা ডেভিড ওয়ার্নার। ৪৯ বলে তিন ছক্কা ও সাত চারে ৮৩ রানে অপরাজিত থাকেন মানীষ পা-ে। শেষের দিকে প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি আর কেউ। বিজয় শঙ্কর ২০ বলে করেন ২৬ রান। চেন্নাই ব্যাটিংয়ে নামলে প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে এসে সাকিব দেন ৮ রান। বাঁহাতি এই স্পিনারের পরের ওভার থেকে ব্যাটসম্যানরা নেন ৯ রান। প্রথম দুই ওভারে ১৭ রান দেয়া সাকিব ঘুরে দাঁড়ান এরপর। শেষ দুই ওভারে দেন মাত্র ১০ রান। সবমিলিয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। ৫৩ বলে ৬ ছক্কা ও ৯ চারে ৯৬ রানের টর্নেডো ইনিংস খেলে আউট হওয়ার আগে দলকে জয়ের পথে নিয়ে যান ওয়াটসন। মাঝে একটি চার খাওয়ার পর ওয়াটসনের উদ্দেশে রশিদ খানের চোখ রাঙানির দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে অবশ্য এই লেগস্পিনারকে ছক্কাও হাঁকিয়েছেন তিনি। ১ বল আগে জয় পায় চেন্নাই।
×