ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিরোপা উৎসবের অপেক্ষায় বার্সিলোনা

প্রকাশিত: ১২:১৬, ২৫ এপ্রিল ২০১৯

শিরোপা উৎসবের অপেক্ষায় বার্সিলোনা

জাহিদুল আলম জয় ॥ টানা দ্বিতীয়বার স্প্যানিশ লা লিগার শিরোপা জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেছে বার্সিলোনা। মঙ্গলবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক আলাভেসকে ২-০ গোলে হারিয়ে ট্রফি জয়ের উল্লাসের অপেক্ষায় আছে কাতালানরা। এখন যে অবস্থা তাতে পরবর্তী চার ম্যাচের মধ্যে একটিতে জিতলেই চ্যাম্পিয়ন হবে বার্সা। তার মানে দরকার আর মাত্র তিন পয়েন্ট। তবে গেল রাতেও মেসি-সুয়ারেজরা চ্যাম্পিয়ন হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। অর্থাৎ বুধবার রাতে ওয়ান্ডা মেট্রোপলিটানোটোতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকো মাদ্রিদ যদি ভ্যালেন্সিয়ার কাছে হেরে যায় তাহলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। তখন আর আগামী সপ্তাহের অপেক্ষা করতে হবে না আর্নেস্টো ভালভার্ডের দলকে। আগামী শনিবার ক্যাম্প ন্যুতে লেভান্তের বিপক্ষে ম্যাচ খেলবেন মেসি, সুয়ারেজরা। তবে গত রাতে উতরে গেলেও ভ্যালেন্সিয়া ও রিয়াল ভ্যালাডোলিডের কাছ থেকে পরের দু’টি ম্যাচে অন্তত চার পয়েন্ট যদি এ্যাটলেটিকো না পায় তাহলে শনিবার ম্যাচ শুরুর আগেই বার্সিলোনার শিরোপা নিশ্চিত হয়ে যাবে। ওইদিন বার্সিলোনার ম্যাচের কিছুক্ষণ আগে রিয়াল ভ্যালাডোলিডের মুখোমুখি হবে দিয়াগো সিমিওনের দল। বর্তমানে ৩৪ ম্যাচে ২৪ জয় ও আট ড্রয়ে শীর্ষে থাকা বার্সিলোনার পয়েন্ট ৮০। ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ কম খেলা এ্যাটলেটিকেট মাদ্রিদ। তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৬৪। আলাভেসের মাঠে বার্সার মূল একাদশে ছিলেন না সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু মেসিবিহীন বার্সিলোনাকে কোনদিক থেকেই অচেনা মনে হয়নি। দাপটের সঙ্গে খেলেই তারা সহজ জয় তুলে নিয়েছে। যদিও ৬১ মিনিটে উসমান ডেম্বেলের পরিবর্তে মেসিকে মাঠে নামান বার্সা বস। মূলত বিরতির পর দুই গোল করে বার্সা জয় নিশ্চিত করার পরই মেসিকে মাঠে নামানো হয়। মেসির অনুপস্থিতিতে ৫৪ মিনিটে কার্লেস আলেনা প্রথম গোল করে বার্সাকে এগিয়ে দেন। এরপর ৬০ মিনিটে স্পট কিক থেকে লুইস সুয়ারেজ ব্যবধান দ্বিগুণ করেন। আগামী সপ্তাহে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগের কথা মাথায় রেখেই ভালভার্ডে দলীয় অধিনায়ককে বিশ্রামে রাখেন। মেসি ছাড়াও আরও কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে মূল একাদশ সাজান বার্সা বস। এর মধ্যে ছিলেন জর্ডি আলবা, ক্লেমেন্ট লেঙ্গেল্ট, আর্থার মেলো। হাঁটুর ইনজুরি কাটিয়ে দলে ফেরা স্যামুয়েল উমটিটিকে ফিটনেস যাচাইয়ে পুরো সময় খেলানো হয়েছে। উসমান ডেম্বেলে ও সুয়ারেজের সঙ্গে আক্রমণভাগে ছিলেন ফিলিপ কুটিনহো। ২১ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার আলেনা আরও একবার প্রমাণ করেছেন কেন তাকে ভবিষ্যতের বার্সিলোনার খেলোয়াড় হিসেবে ইতোমধ্যেই বিবেচনা করা হচ্ছে। সুয়ারেজের গোলটি তার মৌসুমের ২১তম। এই নিয়ে টানা চতুর্থবারের মতো বার্সার হয়ে ২০তম গোলের মাইলফলক পার করেছেন উরুগুইয়ান তারকা। ম্যাচ শেষে বার্সিলোনা কোচ ভালভার্ডে বলেন, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি জয়। অনেকেই অবশ্য বলে দিয়েছে আমরা লীগ শিরোপা জয় করে ফেলেছি। কিন্তু এখনও অল্প কিছু সময় বাকি আছে। আমরা শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। চার ম্যাচ থেকে আর মাত্র তিন পয়েন্ট প্রয়োজন। গত কয়েক মাসে কঠোর পরিশ্রমই আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে। তিনি আরও বলেন, বিরতির সময়ই ম্যাচের কৌশল বদলে মেসিকে নামানোর চিন্তা করা হয়েছিল, কারণ ফলাফল অনুকূলে ছিল না। গোল্ডেন বুট কিংবা এ জাতীয় অন্য ধারণাগুলোকে মাথায় না নিয়ে আমরা শুধু ম্যাচ জয়ের দিকেই এখন বেশি মনোযোগ দিচ্ছি। মেসির সামনে অনেকগুলো ব্যক্তিগত চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কিন্তু এ ম্যাচ ছিল তার বিশ্রামের দিন। শিরোপার সুবাস পেলেও এ্যাটলেটিকো সহজে হাল ছেড়ে দেবে না বলেই মনে করেন বার্সা কোচ।
×