ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে সবুজ পাথরের খনিতে ধস, ৫৪ শ্রমিক মাটিচাপা

প্রকাশিত: ১২:০৯, ২৫ এপ্রিল ২০১৯

মিয়ানমারে সবুজ পাথরের খনিতে ধস, ৫৪ শ্রমিক মাটিচাপা

মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি সবুজ পাথরের (জেড) খনিতে ভূমিধসে চাপাপড়া অন্তত ৫৪ খনি শ্রমিকের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় তারা ভূমিধসের নিচে চাপা পড়েন। -বিবিসি। পুলিশ জানিয়েছে, কাচিন রাজ্যে বড় ধরনের এই ভূমিধসের ঘটনাটি ঘটেছে এবং এতে একটি ‘কাদার হ্রদ’ তৈরি হয়েছে আর ৪০টি গাড়িসহ শ্রমিকদের বাসস্থান এর নিচে চাপা পড়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলো বের করে আনা অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি টিন সোয়ে বলেন, তারা বাঁচবে না। এটা সম্ভব নয়। কারণ তারা কাদার নিচে চাপা পড়েছে। ভূমিধসে দুটি কোম্পানির জানমালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়। উগান্ডায় ভারি বৃষ্টিপাতে ১৭ শিশুসহ মৃত ১৮ উগান্ডার পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতে ১৭ শিশু ও এক প্রাপ্তবয়স্ক লোকের প্রাণহানি ঘটেছে। এছাড়াও এতে বাড়িঘর ও ফসল নষ্ট হয়েছে। মঙ্গলবার রেডক্রস একথা জানিয়েছে। রেডক্রসের মুখপাত্র ইরেনে নাকাসিতা বলেন, ‘দেশটির পূর্বাঞ্চলীয় বুয়েন্ডে জেলার বুলেম্বো গ্রামে এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এদের একজন ছাড়া বাকি সকলেই শিশু।’ খবর এএফপির। তিনি আরও বলেন, ‘বহু ভবন ভেসে গেছে। বেশ কয়েকটি বাড়িঘরের ছাদ ধসে পড়েছে এবং ফসল নষ্ট হয়েছে।’
×