ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হংকংয়ে গণতন্ত্রপন্থী নেতাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

প্রকাশিত: ১২:০৮, ২৫ এপ্রিল ২০১৯

হংকংয়ে গণতন্ত্রপন্থী নেতাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে ভূমিকা রাখার জন্য বুধবার চার কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। অপর চারজনের দণ্ড স্থগিত রাখা হয়েছে। যাদের একজনের দ- জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। বিবিসি। এ মাসের শুরুতে নয় কর্মীকে দোষী সাব্যস্ত করা হয়। বিক্ষোভকারীরা ২০১৪ সালে হংকংকে অচল করে রাখে। তারা তাদের অঞ্চলের নেতা নির্বাচনের অধিকারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। বিচারক জনি চ্যাং বুধবার সকালে ওয়েস্ট কৌলন ম্যাজিস্ট্রেট কোর্টে রায় ঘোষণা করেন। সোসিওলজির অধ্যাপক চ্যাং কিন-ম্যান (৬০) ও আইনের অধ্যাপক বেনি তাই (৫৪) একসঙ্গে অকুপাই সেন্ট্রাল গ্রুপ প্রতিষ্ঠায় সহায়তা করেন। সেজন্য উভয়কেই ১৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। অবসরপ্রাপ্ত ব্যাপটিস্টমন্ত্রী চু ইউ-মিংকে (৭৫) ১৬ মাসের দ- দেয়া হয়েছে। তবে সেই দণ্ড দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। এই তিনজনকে আন্দোলনের প্রতিষ্ঠাতা হিসেবে দেখা হয়। যারা নাগরিকদের অসহযোগের জন্য প্রচার চালিয়ে বিক্ষোভকে জোরদার করেছেন। এ মাসের শুরুতে দোষী সাব্যস্ত অপর ছয়জনের মধ্যে রাফায়েল ওং ও শিউ কা-চুনকে ছয়মাসের কারাদ- দেয়া হয়েছে। এছাড়া এসন চুন ও লি উইং-টাটের শাস্তি আট মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। অপর অভিযুক্ত টমি চিয়ুংকে দুই শ’ ঘণ্টার সামাজিক কার্যক্রমের আদেশ দেয়া হয়েছে। তেনিয়া চ্যাংয়ের দ-ের আদেশ জুন পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। যাতে তিনি তার ব্রেইন সার্জারি করাতে পারেন। চীনের একটি সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই বিক্ষোভ শুরু হয়। সিদ্ধান্তটি ছিল, ২০১৭ সালের নির্বাচনে বেজিং প্রার্থীদের একটি তালিকা অনুমোদন দেবে যাদের দ্বীপবাসী সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।
×