ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনাও মিষ্টি পাঠান ॥ ভারতীয় প্রধানমন্ত্রীর প্রিয় ফল আম

মোদির জন্য মিষ্টি ও কুর্তা পাঠান মমতা

প্রকাশিত: ১২:০৭, ২৫ এপ্রিল ২০১৯

মোদির জন্য মিষ্টি ও কুর্তা পাঠান মমতা

ভারতে চলমান জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান প্রতিপক্ষ কে-জানতে চাইলে অনেকেই হয়ত উত্তর দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কারণ মোদির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী হলেও এই নির্বাচনে মোদি-মমতার যে উত্তপ্ত রাজনৈতিক বাক্য বিনিময় হয়েছে এ ক্ষেত্রে রাহুল অনেকটাই পিছিয়ে। নরেন্দ্র মোদি যেমন মমতাকে এক বিন্দু ছাড় দিতে নারাজ তেমনি মমতা আরও এককাঠি এগিয়ে। মোদিকে নানাভাবে সমালোচনা করে বিজেপি বিরোধীদের প্রশংসা কুড়াচ্ছেন মমতা। মোদি মমতাকে উন্নয়নের স্পিডব্রেকার দিদি বলে আখ্যা দিয়েছেন। আবার মাত্র কয়েকটি আসন পুঁজি করে মমতা দিল্লীর মসনদে বসার স্বপ্ন দেখছেন বলে কটাক্ষ করেছেন। অপরদিকে মমতা মোদিকে, এক্সপায়ারি বাবু, হিটলার আঙ্কেল, নোটবন্দী বাবু ও দাঙ্গাবাজ বলে সমালোচনা করে যাচ্ছেন। তবে এসবের বাইরে মোদি ও মমতার মধ্যে চরম সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের। বুধবার প্রচারিত এক সাক্ষাতকারে মোদির মুখ থেকেই এসব তথ্য জানা যায়। শুধু তাই নয় মমতা ছাড়াও কংগ্রেস নেতা গোলাম নবী আযাদকে মোদি অত্যন্ত পছন্দ করেন বলে জানান। মোদির কথায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গও উঠে আসে। মোদি বলেন, মমতা দিদি আমাকে প্রতি বছর কয়েকটি কুর্তা কিনে দেন। দিদি এগুলো নিজে পছন্দ করে কেনেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমার জন্য বছরে তিন থেকে চারবার ঢাকার মিষ্টি পাঠান। দিদি (মমতা) বিষয়টি জানতে পেরে কুর্তার পাশাপাশি আমার জন্য মিষ্টি পাঠাতে শুরু করেছেন। বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এই সাক্ষাতকারটি গ্রহণ করেন। বিরোধী নেতা গোলাম নবী আযাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি উল্লেখ করে মোদি বলেন, আমি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় পার্লামেন্টে কোন কাজের জন্য আসলে গোলাম নবী আযাদ আমার সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে আলাপ-আলোচনা করতেন। অক্ষয় কুমারকে এ সাক্ষাতকার দেয়ার আগে মোদি বলেন, এখানে কোন প্রকার রাজনৈতিক আলাপ হবে না। অক্ষয়ও তার ব্যতিক্রম করেননি। সাক্ষাতকারে মোদির জীবনের নানা দিকও উঠে আসে।
×