ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

প্রকাশিত: ১২:০৩, ২৫ এপ্রিল ২০১৯

পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ সরকারের অনুমোদন ছাড়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অভিযোগপত্র দাখিল করায় মামলা সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আবু সাঈদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এছাড়া বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ না করায় মামলা সংশ্লিষ্ট পিপি জাহিদুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। এ মামলার রফিকুল ইসলাম ওরফে রুবেলের জামিন আবেদন মঞ্জুর করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ প্রদান করেছেন। আদালতে আসামি রফিকুল ইসলাম ওরফে রুবেলের জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী মোহাম্মদ তারিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে মামলায় অভিযোগপত্র দিতে হলে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।
×