ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকার রোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ ॥ রিজভী

প্রকাশিত: ১২:০২, ২৫ এপ্রিল ২০১৯

সরকার রোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ ॥ রিজভী

স্টাফ রিপোর্টার ॥ সরকার রোজার আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, দেশে অনাচার, বিচারহীনতা, নারী ও শিশু নির্যাতনসহ অপরাধ ও বিচারবহির্র্ভূত হত্যাকা- বেড়েই চলছে। তা প্রতিকারে কোন ব্যবস্থা গ্রহণ করছে না সরকার। তিনি বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা যা বলেন, সঙ্গে সঙ্গে তার উল্টোটা ঘটে। রিজভী বলেন, ক’দিন আগে বাণিজ্যমন্ত্রী ঘটা করে সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে না। অথচ তার পর দিন থেকেই হু হু করে দাম বেড়েছে প্রায় সব পণ্যের। গত সপ্তাহের শেষদিন বৃহস্পতিবারও বাজারে পেঁয়াজের দাম ছিল প্রতিকেজি ২৫ টাকা। এর এক সপ্তাহ আগে বিক্রি হয় ২০ টাকায়। মঙ্গলবার সবকটি বাজারে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ২৬ থেকে ২৭ টাকা দরে।
×