ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদি আরবে ৩৭ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ১২:০১, ২৫ এপ্রিল ২০১৯

সৌদি আরবে ৩৭ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরব সন্ত্রাসবাদ সংক্রান্ত অপরাধে জড়িত ৩৭ বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। মঙ্গলবার এসব বন্দীর দণ্ড কার্যকর হয় এবং এরা সবাই সৌদি নাগরিক বলে জানিয়েছে রয়টার্স। ৩৭ বন্দীর মধ্যে একজনের মৃত্যুদণ্ড কার্যকরের পর ক্রুশবিদ্ধও করা হয়েছে। খবর বিবিসির। যাদের দণ্ড কার্যকর হয়েছে তারা ‘সন্ত্রাসবাদী ও উগ্রবাদী ধ্যানধারণা গ্রহণ, সন্ত্রাসী সেল গঠন’ এবং ‘সামাজিক নিরাপত্তা ও শান্তি বিঘ্নের’ দায়ে অভিযুক্ত হয়েছিলেন বলে সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। মধ্যপ্রাচ্যের এ দেশটিতে সাধারণত শিরুদের মাধ্যমেই মৃত্যুদণ্ড কার্যকর হয়। কর্তৃপক্ষের দৃষ্টিতে ভয়াবহ গুরুতর অপরাধের সঙ্গে জড়িতদেরই কেবল মৃত্যুদণ্ডের পর ক্রুশবিদ্ধ করা হয়। ছুরিকাঘাতে এক নারীকে হত্যার দায়ে অভিযুক্ত এক অপরাধীকে গত বছর শিরুদের পর ক্রুশে বেঁধে রাখা হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে একজনকে হত্যাচেষ্টা ও এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগও ছিল বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মঙ্গলবার যে বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, তাদের মধ্যে একজনকে মাত্র ১৬ বছর বয়সে আটক করা হয়েছিল বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে অন্তত ১৪ জন সরকারবিরোধী কর্মসূচীতে অংশ নিয়ে সহিংস অপরাধে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন বলে এ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে।
×