ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ট্রাম্পের কান্ড...

প্রকাশিত: ১১:২১, ২৫ এপ্রিল ২০১৯

ট্রাম্পের কান্ড...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার ব্যবহার নিয়ে বিতর্ক নতুন নয়। সংবাদমাধ্যম আর বিরোধী পক্ষকে প্রায়ই ব্যক্তিগতভাবে আক্রমণে নিজের টুইটার এ্যাকাউন্টকেই হাতিয়ার করেছেন তিনি। এমনকি এটি ছাড়া নির্বাচনে জয়ীও হতে পারতেন না বলে সন্দেহ তার। তবে হুট করেই যেন কমতে শুরু করেছে তার ফলোয়ার সংখ্যা। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন ট্রাম্প শরণাপন্ন হয়েছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসির। নিজের ফলোয়ার কমে যাওয়ার বিষয়ে সরাসরি অভিযোগ জানিয়েছেন তার কাছে। মঙ্গলবারের বৈঠকে টুইটারের প্রধান নির্বাহীর কাছে নিজের ফলোয়ার কমে যাওয়ার কারণ জানতে চান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল। এর আগে রিপাবলিকানদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের দায়ে টুইটারকে অভিযুক্ত করেছিলেন ট্রাম্প। তবে মঙ্গলবার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকের পর নতুন টুইট করেন তিনি। টুইটে ট্রাম্প লিখেছেন, বিকেলে হোয়াইট হাউসে টুইটারের জ্যাক ডোরসির সঙ্গে চমৎকার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। -ইয়াহু নিউজ
×