ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিজ্ঞান গবেষণায় ১৫ কোটি টাকা দিল সরকার

প্রকাশিত: ১১:২০, ২৫ এপ্রিল ২০১৯

বিজ্ঞান গবেষণায় ১৫ কোটি টাকা দিল সরকার

স্টাফ রিপোর্টার ॥ ৫৩৭ বিজ্ঞান গবেষণায় ১৫ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। দেশের বিজ্ঞান গবেষণাকে উৎসাহিত করতে এই অনুদান দেয়া হয়েছে। গবেষণার মাধ্যমে প্রাপ্ত ফলাফল প্রয়োগ করার প্রত্যাশা নিয়ে এই অনুদান দেয়া হলো। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনারে অনুদানের প্রথম এবং দ্বিতীয় কিস্তির চেক হস্তান্তর করা হয়। বিশেষ গবেষণা অনুদান প্রাপ্ত প্রকল্প : ফলাফল ও প্রয়োগ শীর্ষক সেমিনারের প্রধান অতিথি বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, মানবিকতা না থাকলে সেই বিজ্ঞানের প্রয়োজন নেই। বিজ্ঞানের উদ্দেশ্য মানুষের কল্যাণে কাজ করা, মানুষের জীবনের দুঃখ-দুর্দশা দূর করা। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের কাজ করে যেতে হবে। প্রসঙ্গত, গত ১০ এপিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রকল্পের চেক হস্তান্তর শুরু করেন। ওই দিন আটজনকে চেক হস্তান্তর করেন তিনি। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী তার উদ্বোধনী বক্তব্যের শুরুতে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ানকে ‘পুষ্প শিশু’ সম্বোধন করে শোক প্রকাশ করেন। অনুষ্ঠানে শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ানের প্রতি শোক জানাতে একমিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজকে আমরা যারা বিজ্ঞানী, গবেষক, শিক্ষক যে যাই করি, তা কিন্তু মানুষের কল্যাণের জন্য। মানবতার জন্য। তাই আমাদের সবার আগে মানুষ হতে হবে। বিজ্ঞানের চর্চা করতে গিয়ে আমরা বোমা বানিয়ে মানুষ মারছি। কোন বোমা কত শক্তিশালী, কোন বোমা দিয়ে কত মানুষ মারা যায় তার প্রতিযোগিতা করছি। তাই সবার আগে আমাদের মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি ১৫ আগস্টের কালো রাতে পরিবারের প্রায় সবাইকে হারিয়েছেন, তবুও দিনরাত দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মুহাম্মদ আকবর হুসাইন। এবার ছয়টি বিষয়ে বিজ্ঞান গবেষণায় এই অনুদান দেয়া হচ্ছে। এগুলো হচ্ছে বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও প্রায়গ্রিক বিজ্ঞান, শারীরিক বিজ্ঞান।
×