ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৫০ হাজার টন গম আমদানি প্রস্তাব অনুমোদন

প্রকাশিত: ১১:০৯, ২৫ এপ্রিল ২০১৯

মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৫০ হাজার টন গম আমদানি প্রস্তাব অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ খাদ্য নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক বাজার থেকে ৫০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে। এজন্য সরকারকে ব্যয় করতে হবে ১১২ কোটি ৫৫ লাখ টাকা। বুধবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারী ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। কমিটির আহ্বায়ক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×