ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৮৭ রুটে পরিবহন ধর্মঘটের ডাক

প্রকাশিত: ১১:০৭, ২৫ এপ্রিল ২০১৯

চট্টগ্রামে ৮৭ রুটে পরিবহন ধর্মঘটের ডাক

চট্টগ্রাম অফিস/পটিয়া সংবাদদাতা ॥ চট্টগ্রামের পটিয়ায় এক বাস চালককে নামিয়ে বেধড়ক পিটিয়ে হত্যা করা হলো। গত সোমবার রাতে শ্যামলী পরিবহনের এই বাসচালককে হত্যা করল সাদা পোশাক, হাতে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ বহনকারীরা। অভিযোগ তার কাছে ইয়াবার চালান রয়েছে। হত্যার পর পটিয়া পুলিশ, হাইওয়ে পুলিশ, ডিবি পুলিশ, র‌্যাব সকলে একযোগে এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে চলেছে। অথচ ঘটনার তিনদিন পরও এ হত্যাকা-ের সঙ্গে কারা জড়িত তা বের হয়নি। ঘটনার সময় যারা এ চালককে বাস থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করল তারা তখন পরিচয় দিয়েছিল ডিবি পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের পরিবহন সেক্টর উত্তপ্ত হয়েছে। ডাক দেয়া হয়েছে আন্তঃজেলাসহ ৮৭ রুটে ২৪ ঘণ্টার প্রথম ধাপের ধর্মঘট। বুধবার সন্ধ্যা ৬টা থেকে এ ধর্মঘট শুরুর প্রাক্কালে চট্টগ্রাম সার্কিট হাউসে পরিবহন নেতাদের সঙ্গে প্রশাসন বৈঠকে বসেছে।
×