ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিপিডির অনুষ্ঠানে বক্তারা

এসডিজি অর্জনে স্থানীয় সরকারের ভূমিকা নিশ্চিত করতে হবে

প্রকাশিত: ১১:০৬, ২৫ এপ্রিল ২০১৯

এসডিজি অর্জনে স্থানীয় সরকারের ভূমিকা নিশ্চিত করতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্থানীয় সরকারকে স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে নাগরিক সমাজকে সম্পৃক্ত করার পরামর্শ দিয়েছেন দেশের রাজনীতিবিদ, অর্থনীতিবিদ ও শিক্ষকরা। তারা বলেন, বাংলাদেশকে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয় সরকারের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে স্থানীয় সরকার সংস্থাগুলোর সংস্কার ও উন্নয়ন করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে স্থানীয় সরকার কমিশন গঠন করতে হবে। এই কমিশন স্বাধীনভাবে স্থানীয় সরকার প্রতিনিধিদের পরিচালনা করবে। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা এই পরামর্শ দেন। ‘ডেলিভারিং এসডিজি ইন বাংলাদেশ থ্রু আরবান লোকাল গবর্মেন্ট’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিচার্স এ্যাসোসিয়েটস উম্মে শেফা রেজবানা।
×