ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংসদে নসরুল হামিদ

রমজানে বিদ্যুত ও গ্যাস সঙ্কট থাকবে না

প্রকাশিত: ১১:০৫, ২৫ এপ্রিল ২০১৯

রমজানে বিদ্যুত ও গ্যাস সঙ্কট থাকবে না

সংসদ রিপোর্টার ॥ পবিত্র রমজান মাসে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুত থাকবে এবং গ্যাস সঙ্কটও দূর করা হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করছেন বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বুধবার রাতে জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে প্রতিমন্ত্রী একথা বলেন। সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে দেশের প্রতি গ্রামে প্রতিটি পরিবারে বিদ্যুত সুবিধা পৌঁছে দেয়ার পাশাপাশি উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার মাধ্যমে গ্রাহক চাহিদা মেটানোর লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার দেশের বিদ্যুত সঙ্কট দূরীকরণ ও সবার জন্য বিদ্যুত সুবিধা নিশ্চিতকল্পে নতুন নতুন বিদ্যুত কেন্দ্র নির্মাণের কার্যক্রম গ্রহণ করেছে এবং নিবিড় তদারকির মাধ্যমে বাস্তবায়ন করে যাচ্ছে।
×