ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অর্থপাচারের দায়ে মামুনের সাত বছর জেল

প্রকাশিত: ১১:০৩, ২৫ এপ্রিল ২০১৯

অর্থপাচারের দায়ে মামুনের সাত বছর জেল

কোর্ট রিপোর্টার ॥ অর্থপাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি পাচার করা ১২ কোটি টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে তাকে। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩’র বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি মামুন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানায় দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। দণ্ডের পাশাপাশি মামুনের লন্ডনের ন্যাটওয়েস্ট ব্যাংকের হিসাবে থাকা পাচারকৃত ৪ লাখ ১৮ হাজার ৮৫৩.৪৭ ব্রিটিশ পাউন্ড স্টার্লিং, যা বাংলাদেশী ৬ কোটি ১ লাখ ৫৭ হাজার ৭৬২ টাকার সমান, রাষ্ট্রের অনুকূলে বাজেয়াফতের নির্দেশ দিয়েছে আদালত। বাজেয়াফতের বিষয়টি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে অবহিতকরণসহ বাজেয়াফতকৃত সম্পত্তির তফসিলসহ সকল বিবরণ সরকারী গেজেটে প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে। এ টাকা লন্ডন থেকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে রাষ্ট্র আইন প্রক্রিয়ায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করারও নির্দেশ প্রদান করা হয়েছে। দুদকের পক্ষে মামলা পরিচালনা করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। আসামিপক্ষে ছিলেন জাহেদুল ইসলাম কোয়েল, হেলাল উদ্দিন, আকবার হোসেন জুয়েল প্রমুখ আইনজীবী।
×